TRENDING:

Maa Tara Darshan: মা তারার দর্শনে মন ভরেনি, ঠেলাঠেলিই সার, বছরের ‘এই’ সময়ে তারাপীঠ এলে হবে ভক্তিভরে দর্শন

Last Updated:
Maa Tara Darshan: বছরের এই সময় থাকে তারাপীঠ মন্দির একদমই ফাঁকা, না জানলেই মিস করবেন
advertisement
1/5
মা তারার দর্শনে মন ভরেনি, ঠেলাঠেলিই সার, বছরের ‘এই’ সময়ে তারাপীঠ এলে হবে ভক্তিভরে দর্শন
সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ বীরভূমের তারাপীঠ। আর এই বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে প্রত্যেকদিনই প্রায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আবার বিশেষ তিথিতে সেই সংখ্যা পেরিয়ে যায় লক্ষাধিক ভক্তের কাছাকাছি। তবে অনেকেই তারাপীঠ এসে ভিড়ভাত্তার কারণে ঠিকভাবে পুজো দিতে পারেন না।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
আর সেই কারণেই ভক্তদের মনে কিছুটা হলেও আক্ষেপ থেকে যায়। তবে আপনি যদি একদম সুন্দরভাবে তারাপীঠে এসে মা তারার মন্দিরে পুজো দিতে চান তাহলে আপনাকে আসতে হবে ঠিক দুর্গাপুজোর এই সময়টায়। কারণ এই সময়টাই শুধুমাত্র তারাপীঠের ভক্তের সংখ্যা অনেকটাই কম থাকে। আবার এই সময় পুজো দিতে এলে ভক্তরা বিশেষ সুবিধা ও পেতে পারেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
ভ্রমণ পিপাসু বাঙালিরা হাতে এক দু-দিনের ছুটি পেলেই ছুটে আসেন তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য। ভক্তদের বিশ্বাস তারাপীঠে এসে মা তারার মন্দিরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় ভক্তদের। আর সেই কারণেই ভক্তরা ছুটে আসেন। কিন্তু আপনি যদি দুর্গাপুজোর সময় আসেন তাহলে সুন্দর ভাবে আপনি মন্দিরে ভেতর প্রবেশ করে মায়ের গলায় ফুলের মালা পরিয়ে নিজের মনস্কামনা জানাতে পারেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
দুর্গাপুজোর সময় মা তারাকে দুর্গা রূপে পুজো করা হয়। সব দেবদেবীর ঊর্ধ্বে মা তারা আর সেই কারণেই মা তারাকে দুর্গাপুজোর সময় দুর্গার রূপে, কালীপুজোর সময় কালি রূপে, লক্ষ্মী পুজোর সময় লক্ষী রূপে পুজো করা হয়। দুর্গা পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই চার দিন মা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে দুর্গা রূপে পুজো করা হয় তাই আপনি এই দুর্গাপুজোর সময় মন্দির ভ্রমণের জন্য আসতে পারেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
অন্যদিকে ফাঁকা বাজার থাকার কারণে আপনার এতদিনের মনের যে ইচ্ছে সুন্দরভাবে মা তারা দর্শন করার সেই ইচ্ছেও পূরণ হয়ে যাবে। এর পাশাপাশি এই পুজোর সময় তারাপীঠে হোটেল ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়। তাই আপনি খুব অল্প টাকায় হোটেল ভাড়া নিয়ে সুন্দরভাবে মা তারার দর্শন করে আবার বাড়ি ফিরে যেতে পারেন এই পুজোর সময়।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Maa Tara Darshan: মা তারার দর্শনে মন ভরেনি, ঠেলাঠেলিই সার, বছরের ‘এই’ সময়ে তারাপীঠ এলে হবে ভক্তিভরে দর্শন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল