North 24 Parganas News: শহরে বসছে লুডো ফেস্ট, থাকছে তাক লাগানো পুরস্কার!
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Ludo Fest is being organized in various places in Kolkata: এবার লুডো প্রেমীদের জন্য সপ্তাহব্যাপী "লুডো ফেস্ট" এর আয়োজন হতে চলেছে শহর তিলোত্তমায়, যেখানে থাকছে বিশেষ পুরস্কারের সুযোগ।
advertisement
1/6

গ্রামবাংলা হোক বা শহরতলী সময় কাটানোর ঘরোয়া খেলা হিসেবে বেশ জনপ্রিয় লুডো, ট্রেনে যাতায়াতের ক্ষেত্রেও সহযাত্রীদের মধ্যে এই খেলার চল বেড়েছে
advertisement
2/6
তবে এবার লুডো প্রেমীদের জন্য সপ্তাহব্যাপী "লুডো ফেস্ট" এর আয়োজন হতে চলেছে শহর তিলোত্তমায়, যেখানে থাকছে বিশেষ পুরস্কারের সুযোগ
advertisement
3/6
ভারতের অন্যতম জনপ্রিয় স্কিল ভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম জুপি উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই এই খেলা বেশ জনপ্রিয়তা লাভ করছে। তথ্য প্রযুক্তি নগরী সল্টলেক সহ কলকাতার নানা প্রান্তে বসছে প্রতিযোগিতার আসর
advertisement
4/6
সল্টলেক সেক্টর ফাইভ সহ শহরের ৭টি জনপ্রিয় স্থানকে বেছে নেওয়া হয়েছে এই মিনি লুডো বোর্ড গেম খেলার জন্য। খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২২ শে ফেব্রুয়ারি
advertisement
5/6
লুডো প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেওয়া হবে প্রায় দু লক্ষ টাকা মূল্যের বাইক সহ আরও নানা ধরনের পুরস্কার। ফাইনালে প্রায় দেড়শোর বেশি ইনফ্লুয়েন্সার সহ উপস্থিত থাকবেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত
advertisement
6/6
লুডো প্রেমীরা তাই ছক্কা বা পুট ফেলে নিজেদের খেলার দক্ষতা দেখাতে চাইলে একবার এই প্রতিযোগিতায় ঢু মেরে আসতেই পারেন