TRENDING:

West Medinipur News: উত্তর ভারতের শীতের পোশাক এবার জঙ্গলমহলে, কম দামে বাজিমাত

Last Updated:
কম দামে শীতের পোশাকের বিস্তৃত সম্ভার পেয়ে উৎসাহের সঙ্গে কেনাকাটা করছেন বহু মানুষ। সোয়েটার, জ্যাকেট থেকে শুরু করে শাল–সবই মিলছে সুলভ মূল্যে।
advertisement
1/6
হাতের মুঠোয় লুধিয়ানা পোশাক, জঙ্গলমহলের এই মেলায় কিনুন সস্তায়
মেদিনীপুর, রঞ্জন চন্দ: শীতের পোশাকের কেনার কথা মনে হলে প্রথমেই আছে পাঞ্জাব লুধিয়ানার কথা। উত্তর ভারত পাঞ্জাবের শীতের ভ্যারাইটির পোশাক একদিকে যেমন বেশ টেকসই তেমনই দাম অত্যন্ত কম। তবে এবার সেই পাঞ্জাবের ভ্যারাইটির শীতের পোশাক পাবেন বাংলায়, তাও প্রত্যন্ত জঙ্গলমহলে।ছবি ও তথ্য: রঞ্জন চন্দ
advertisement
2/6
এবার জঙ্গলমহলে মিলছে পাঞ্জাবের শীতের পোশাক। লাইন দিয়ে সারি সারি দোকান, আর দোকানের সামনে ঝুলছে বিভিন্ন ভ্যারাইটির ছেলে-মেয়ে কিংবা বাচ্চা ও বুড়োদের জন্য বিভিন্ন ধরনের শীতের পোশাক। সোয়েটার টুপি থেকে নানান ধরনের জিনিস যা মিলছে অত্যন্ত সুলভ দামে।ছবি ও তথ্য: রঞ্জন চন্দ
advertisement
3/6
মেদিনীপুর শহরের এই বিশেষ জায়গায় বেশ কয়েক দশক ধরেই স্টল দিয়ে বিক্রি করেন পাঞ্জাব থেকে আসা বিক্রেতারা। মূলত শীতের এই সময়ে সেল থাকে জামা কাপড়ের উপর। বিভিন্ন ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে অত্যন্ত কম দামে। আর প্রতিদিন সন্ধ্যা হলেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ।ছবি ও তথ্য: রঞ্জন চন্দ
advertisement
4/6
বিদ্যাসাগর হলের পাশেই শুরু হয়েছে লুধিয়ানা সেল, আর প্রথম দিন থেকেই ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষের। দুপুর হতেই সেলে ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। কম দামে শীতের পোশাকের বিস্তৃত সম্ভার পেয়ে উৎসাহের সাথে কেনাকাটা করছেন বহু মানুষ। সোয়েটার, জ্যাকেট থেকে শুরু করে শাল–সবই মিলছে সুলভ মূল্যে।ছবি ও তথ্য: রঞ্জন চন্দ
advertisement
5/6
আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে, এই লুধিয়ানা সেল চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। শীতের মরশুমে কম খরচে মানসম্মত পোশাক কেনার সুযোগ পেয়ে খুশি ক্রেতারা। ক্রেতা পায়েল দাস বলেন, অত্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। প্রতি বছর আমি এই জায়গা থেকে কিনি। পোশাকের গুণগত মানও খুব ভালো।ছবি ও তথ্য: রঞ্জন চন্দ
advertisement
6/6
স্বাভাবিকভাবে সকাল থেকে সন্ধ্যা ব্যাপক বিক্রি। একাধিক দোকানে একদিকে যেমন দারুণ বিক্রি, অন্যদিকেও জঙ্গলমহলে পাঞ্জাবের পোশাক পেয়ে খুশি ক্রেতারাও।ছবি ও তথ্য: রঞ্জন চন্দ
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: উত্তর ভারতের শীতের পোশাক এবার জঙ্গলমহলে, কম দামে বাজিমাত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল