একটি দুটি নয়, সাত-সাতচল্লিশটি...! চুরি করা LPG সিলিন্ডারেই চলত বিরাট 'চক্র', শুনলেই হবে চক্ষুচড়কগাছ!
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
LPG Cylinder: বৃহস্পতিবার সকালে পুলিশ বলগোনা বাজারে হানা দেয়। বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকান থেকে উদ্ধার হয় ৪৭টি অবৈধ গ্যাস সিলিন্ডার।
advertisement
1/9

চুরি করা গ্যাস সিলিন্ডার ভাড়া দেওয়া হত বিভিন্ন খাবারের দোকান, বিয়েবাড়ি-সহ বিভিন্ন অনুষ্ঠানে। পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা বাজার থেকে ৪৭টি চোরাই গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ।
advertisement
2/9
এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে মিলল এমনই চাঞ্চল্যকর তথ্য। ফাঁকা গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরা হত কোথায় তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
3/9
বৃহস্পতিবার ভাতারের বলগোনা বাজারে অভিযান চালিয়ে এই রান্নার গ্যাস সিলিন্ডারগুলি উদ্ধার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরি করা সিলিন্ডারগুলি বলগোনা বাজারের একটি গ্যাস মেরামতির দোকানে বিক্রি করা হয়েছে।
advertisement
4/9
এরপরই বৃহস্পতিবার সকালে পুলিশ বলগোনা বাজারে হানা দেয়। বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকান থেকে উদ্ধার হয় ৪৭টি অবৈধ গ্যাস সিলিন্ডার।
advertisement
5/9
ঘটনায় দোকান মালিক মঙ্গল মুন্সি-কে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবারই বর্ধমান আদালতে পেশ করা হয়।গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় প্রথমে এরুয়ার থেকে ভাগু শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই বলগোনায় চোরাই গ্যাস সিলিন্ডার কারবারের কথা জানতে পারে পুলিশ।
advertisement
6/9
তদন্তে পুলিশ জানতে পেরেছে, সিলিন্ডার পিছু মোটা দাম মিলত। সিলিন্ডার আনলেই মিলত নগদ টাকা। সেই লোভেই সিলিন্ডার চুরির ঘটনা বাড়ছিল। সেই চোরাই সিলিন্ডার ভাড়া নিচ্ছিল বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন বিয়েবাড়িতেও সেই সব সিলিন্ডার ভাড়া দেওয়া হচ্ছিল।
advertisement
7/9
ভর্তুকির ডোমেস্টিক রান্নার গ্যাসে চলছিল বেআইনি কমার্সিয়াল কারবার। এখন এই সব সিলিন্ডারগুলি কোথায় কীভাবে গ্যাস ভর্তি করা হচ্ছিল সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে পুলিশ।
advertisement
8/9
এলাকার বাসিন্দারা বলছেন, গ্যাস ওভেন মেরামতির নামে এখানে যে চোরাই গ্যাস সিলিন্ডার কেনা হত তা ভাবা যায়নি। ভাতার বা তার আশপাশের এলাকা থেকে চোরেরা গৃহস্থের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করত। এরপর তা কয়েকদিন লুকিয়ে রাখার পর বলগোনা বাজারে এসে বিক্রি করে দেওয়া হতো।
advertisement
9/9
বলগোনা বাজারে এই চোরাই কারবার সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনি প্রক্রিয়ার পর গ্যাস সিলিন্ডারগুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
একটি দুটি নয়, সাত-সাতচল্লিশটি...! চুরি করা LPG সিলিন্ডারেই চলত বিরাট 'চক্র', শুনলেই হবে চক্ষুচড়কগাছ!