Low Pressure Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! দশমীর সকাল থেকেই খেলা শুরু! কী হবে দক্ষিণবঙ্গে? এল আবহাওয়ার মেগা আপডেট
- Published by:Madhab Das
- local18
Last Updated:
পূর্বাভাস আগেই ছিল, আর সেই পূর্বাভাস অনুযায়ী দশমী অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই খেলা শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ।
advertisement
1/5

পূর্বাভাস আগেই ছিল, আর সেই পূর্বাভাস অনুযায়ী দশমী অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই খেলা শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ। ইতিমধ্যেই ভোর থেকে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। প্রশ্ন যাচ্ছে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? সেই নিয়েই এবার এসে গেল আবহাওয়া দফতরের মেগা আপডেট।
advertisement
2/5
আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। বীরভূমের আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝেমাঝেই বৃষ্টির দেখা মিলছে।
advertisement
3/5
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে যে সকল জেলায় সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা যায় সেই সকল জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি কলকাতা ও হাওড়ার বেশ কিছু জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/5
এর পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনা নয়, সকাল থেকেই এই সকল জেলার অনেক জায়গাতেই শুরু হয়েছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা থাকবে।
advertisement
5/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে তাতে বৃহস্পতিবার থেকে আগামী ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টির মুখোমুখি হবে। পুজোর মাঝেও বিভিন্ন জায়গায় বৃষ্টির পর আবার পুজো শেষেও নিম্নচাপের বৃষ্টিতেও চিন্তায় বহু মানুষ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Low Pressure Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! দশমীর সকাল থেকেই খেলা শুরু! কী হবে দক্ষিণবঙ্গে? এল আবহাওয়ার মেগা আপডেট