‘একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর’- নিম্নচাপের ল্যাজ ধরে ফের তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, বাংলার জেলায় জেলায় দাপিয়ে বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Low Pressure In West Bengal: নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর ক্রমশই পশ্চিম দিকে সরছে। ঘন্টায় ১৫ কিলোমিটার গতিবেগে এই নিম্নচাপ ঝাড়খণ্ড অভিমুখী হয়েছে। নিম্নচাপ সরলেও সপ্তাহের শেষে দুর্যোগ পিছু ছাড়ছে না।
advertisement
1/7

দিঘা: নিম্নচাপের ছেলে দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। হাওয়া অফিসের শেষ বুলেটিনে জানা যায় নিম্নচাপ রাজ্যের উপকূলীয় অঞ্চল থেকে ক্রমশ সরছে। ঘন্টায় ১৫ কিলোমিটার গতিবেগে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড। অফিসে রিপোর্টে জানা যায় শনিবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমাঞ্চলের জেলা হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে৷
advertisement
2/7
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যাচ্ছে রবিবার রাজ্য জুড়েই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বভাস রয়েছে। নিম্নচাপের পাশাপাশি একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে।
advertisement
3/7
অন্যদিকে এই নিম্নচাপ সরলেও নতুন করে আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যার ফলে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। শনি ও রবিবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
4/7
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায়। ২৬ জুলাই শনিবার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/7
২৭ জুলাই রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাদে বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ। রোদের তাপে তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
6/7
২৬ জুলাই শনিবার দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা। টানা বৃষ্টির কারণে সকালের দিকে মনোরম আবহাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
7/7
হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় দিঘা সহ জেলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় এদিন বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি হলুদ সর্তকতা দিঘা সহ জেলায়। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
‘একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর’- নিম্নচাপের ল্যাজ ধরে ফের তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, বাংলার জেলায় জেলায় দাপিয়ে বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই, রইল ওয়েদার আপডেট