Low Pressure In Bay Of Bengal: বঙ্গোপসাগরে ঘনিয়েছে ঘন কালো নিম্নচাপের ছায়া, ওড়িশায় তোলপাড়, বাংলার কপালেও ঝড়বৃষ্টির অশনি, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Low Pressure In Bay Of Bengal: বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রভাব ফেলবে কি বাংলার উপকূলে!
advertisement
1/8

দিঘা: বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার এই নিম্নচাপ স্থলভাগে আছড়ে পড়বে। যদিও এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় নেই। তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে! আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ক্রমশ এই নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে।
advertisement
2/8
আপাতত এর অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল। এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না। তবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হলুদ সর্তকতা।
advertisement
3/8
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
advertisement
4/8
মূলত মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্রপাতের সর্তকতা।
advertisement
5/8
১৮ অগাস্ট সোমবার দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
6/8
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
7/8
১৮ সোমবার সকাল থেকেই দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় দিনভর বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
8/8
পরপর চার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার হলুদ সর্তকতা হাওয়া অফিসের রিপোর্টে। এদিক আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে সাধারণ মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা দিঘা সহ জেলায়। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Low Pressure In Bay Of Bengal: বঙ্গোপসাগরে ঘনিয়েছে ঘন কালো নিম্নচাপের ছায়া, ওড়িশায় তোলপাড়, বাংলার কপালেও ঝড়বৃষ্টির অশনি, রইল ওয়েদার আপডেট