Love IS Love: লোন নিয়ে কিস্তি মেটাচ্ছে না স্বামী, স্ত্রী খুঁজতে গিয়ে দেখে অন্যের বউ, তিন সন্তানের মাকে নিয়ে পালিয়েছে তাঁর দুই সন্তানের বাবা, মাথায় হাত!
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
100% Love: যুবকের স্ত্রী বলেন, ‘আমার স্বামী তুলোর ব্যবসা করতে কেরলে গিয়েছিল। সেখানে থাকতে থাকতেই ওই মহিলার সঙ্গে ফোনে আলাপ এবং সেখান থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
advertisement
1/7

: তিন সন্তানের মাকে নিয়ে পালাল দুই সন্তানের বাবা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সালার থানার কাগ্রাম এলাকায়। জানা গিয়েছে, সালার থানার কাগ্রামের বাসিন্দা এক গৃহবধূর সঙ্গে কাটোয়া থানার গাজীপুরের বাসিন্দার মধ্যে বেশ কিছুদিন ধরেই শুরু হয় প্রেমের সম্পর্ক। আর তার পরেই তিন সন্তানের মাকে নিয়ে পালিয়েছে দুই সন্তানের বাবা। Photo- Representative
advertisement
2/7
পরিবার সূত্রে জানা যায়, গাজীপুরের বাসিন্দা ঐ যুবকের সঙ্গে বেশ কিছু বছর ধরে ফোনে পরিচয়। যুবক কেরালায় তুলোর ব্যবসা করেন। আর সেখান থেকেই ফোন মারফত শুরু হয় কাগ্রামের গৃহবধূর সঙ্গে প্রেম। গত দু'দিন আগেই কেরল থেকে কাগ্রামে এসে ওই মহিলাকে নিয়ে পালিয়ে যায় ঐ যুবক বলেই অভিযোগ। Photo- Representative
advertisement
3/7
এই খবর জানতে পেরে যুবকের স্ত্রী তার দুই শিশু সন্তানদের নিয়ে স্বামীর খোঁজে সালার থানার কাগ্রামে ঐ গৃহবধূর বাড়িতে গিয়ে পৌঁছায়। তার দাবি তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে এবং বিভিন্ন গ্রুপ থেকে ঋণ নিয়েছেন তিনি। Photo- Representative
advertisement
4/7
কিস্তি দিতে না পারলে পথে বসতে হবে আমাদের। অন্যদিকে, গৃহবধূর পরিবারে বিষয়টি জানা জানি হতেই হইচই পড়ে যায়। ঘটনার জেরে সালার থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। একদিকে স্ত্রী যেমন তার স্বামীকে ফিরে পেতে মরিয়া ঠিক তেমনই গৃহবধূর পরিবার এখন চিন্তিত এই ঘটনার পরে। Photo- Representative
advertisement
5/7
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, কাগ্রামের বাসিন্দা গৃহবধূ আগে সালার থানার হামিদপুরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁদের এক ছেলে ও যমজ কন্যা সন্তান রয়েছে। বছর খানেক আগে অসুস্থ হয়ে গৃহবধূর স্বামী মারা যান। তখন তিন সন্তানকে নিয়ে গৃহবধূ বাপের বাড়ি কাগ্রামে এসে থাকতে শুরু করেন। Photo- Representative
advertisement
6/7
যুবকের স্ত্রী বলেন, ‘আমার স্বামী তুলোর ব্যবসা করতে কেরলে গিয়েছিল। সেখানে থাকতে থাকতেই ওই মহিলার সঙ্গে ফোনে আলাপ এবং সেখান থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়।’ এর পরে কেরালা থেকে ফিরেই গাজীপুরের বাড়িতে আসেননি যুবক। কেরল থেকে ফিরে গাজীপুরের বাড়ি না গিয়ে কাগ্রামে ওই মহিলার বাড়িতে এসে ওঠেন তাঁর স্বামী। Photo- Representative
advertisement
7/7
তার পরে ওই মহিলাকে বিয়ে করে ফের কেরলে ফিরে যান। গৃহবধূ এও বলেন, ‘এর পরে তিন দিন আগে ফের কাগ্ৰামে আমার স্বামী এসেছে বলে খবর পাই আমরা। সেই মতো আমি কাগ্রামে এসে জানতে পারি ওই মহিলা গতকাল রাতে আমার স্বামীকে নিয়ে কাগ্রাম ছেড়ে পালিয়েছে। তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে এবং বিভিন্ন গ্রুপ থেকে ঋণ নিয়েছেন তিনি। কিস্তি দিতে না পারলে পথে বসতে হবে আমাদের।' Photo- Representative Input- Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Love IS Love: লোন নিয়ে কিস্তি মেটাচ্ছে না স্বামী, স্ত্রী খুঁজতে গিয়ে দেখে অন্যের বউ, তিন সন্তানের মাকে নিয়ে পালিয়েছে তাঁর দুই সন্তানের বাবা, মাথায় হাত!