Love and Pregnancy: ‘হাঁটুর বয়সী ছেলের সঙ্গে...লজ্জা করল না’, ১৫ বছরের কিশোরের সঙ্গে প্রেমে প্রেগন্যান্ট ২৮-র যুবতী, তারপর
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Love and Pregnancy: ২৮বছরের যুবতীর সঙ্গে নাবালকের প্রেম! অন্তঃসত্ত্বা যুবতীর ধরনা
advertisement
1/5

মুর্শিদাবাদ: ভালবাসার কোন বয়স হয়না। কিন্তু বর্তমান দিনে কোন বয়সে, কার সঙ্গে কীভাবে ভালবাসা হয়ে যাচ্ছে তারা নিজেও জানেনা। আর জানবে বা কি করে, কারণ এখন প্রেম থেকে সরাসরি শারীরিক সম্পর্কের দিকে এগোচ্ছে যুবক-যুবতী সকলেই। না হলে এই ঘটনা ঘটাতে পারে, হাঁটুর বয়সী নাবালকের সঙ্গে প্রেমে মাখোমাখো আনুমানিক ২৮ বছরের যুবতী। এখন সে অন্তঃসত্ত্বা। স্ত্রীর অধিকারের দাবিতে নাবালকের বাড়ির সামনে ধর্নায় যুবতী। সাগরপাড়ার হরেকৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
2/5
সাগরপাড়ার হরেকৃষ্ণপুর এলাকায় বিয়ের দাবিতে ধর্নায় বসেন সাহেবনগর রায়পাড়া এলাকার এক যুবতী। জানা যায়, ওই যুবতীর আগেও একটি বিয়ে হয়েছিল এবং তার দুই বছরের একটি সন্তানও রয়েছে। কিন্তু এরপরও প্রেমে জড়িয়ে পড়েন ১৫ বছরের এক নাবালকের সঙ্গে। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
3/5
কিন্তু বয়সটা কোন বিষয় ছিল না তাদের প্রেমে, দু'জনের মধ্যে শুধুই ছিল ভাললাগার মিষ্টি মধুর সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক কালো হয়ে দাঁড়িয়েছে কারণ প্রায় বয়সে দ্বিগুণ প্রেমিকা এখন অন্তঃসত্ত্বা ।
advertisement
4/5
২৮ বছর বয়সী যুবতীর দাবি, “আমাদের সম্পর্ক এক বছর ধরে চলছে, এমনকি আমাদের বিয়েও হয়েছে। আমি এখন ওই নাবালকের সন্তানের মা হতে চলেছি।” ঘটনার পর নাবালক প্রেমিক বাড়ি থেকে পলাতক হয়ে যায়। নাবালকের মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলের বয়স ওই মহিলার হাঁটুর সমান, তার সঙ্গে প্রেম করতে তোমার লজ্জা করেনি?” Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
5/5
ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতী সহ উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। Input- Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Love and Pregnancy: ‘হাঁটুর বয়সী ছেলের সঙ্গে...লজ্জা করল না’, ১৫ বছরের কিশোরের সঙ্গে প্রেমে প্রেগন্যান্ট ২৮-র যুবতী, তারপর