Lotus Farming: নবাড়ির ছাদে ‘পদ্মের রাজ্য’! ৪২টিরও বেশি প্রজাতি রয়েছে পূর্বস্থলীর উৎসবের বাগানে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
ভারতীয় প্রজাতির মধ্যে রয়েছে সিতারা, ঐশ্বর্য, শ্বেতা, মোহনা, বাটার মিল্ক। বিদেশি পদ্মের মধ্যেও রয়েছে থাইল্যান্ডের অদিথি, রেড পেঙ্গুইন, জুলিয়েট, ডিলান, রেড অ্যামিটি ও সরস্বতীর মতো দুর্লভ প্রজাতি।
advertisement
1/5

পূর্বস্থলীর এক তরুণ পড়ুয়া উৎসব ঢালি নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন এক স্বপ্নের বাগান। ৪২ প্রজাতির দেশি-বিদেশি পদ্ম চাষ করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
advertisement
2/5
উৎসবের এই ছাদবাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন বহু মানুষ। কেউ বলছেন, “এ যেন ছাদজুড়ে স্বর্গ”, তো কেউ বলছেন “ফুলের রাজ্য!”
advertisement
3/5
সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথম পদ্মচাষ শুরু করেন উৎসব। তাঁর কথায়, “স্টুডেন্টদের জন্য এই চাষ খুবই সহজ, পরিচর্যার সময় কম লাগে।”
advertisement
4/5
উৎসবের বাবা ছোট কৃষক, মা গৃহবধূ। আর্থিক অসচ্ছলতার মধ্যেও বিএ পাশ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছেন তিনি।
advertisement
5/5
কলকাতা ও উত্তর দিনাজপুর থেকে সংগ্রহ করা বীজে ফুটেছে বাহারি পদ্ম লাল, সাদা, গোলাপি। সিতারা, ঐশ্বর্য থেকে শুরু করে থাইল্যান্ডের জুলিয়েট, ডিলান, সরস্বতী নানা দুর্লভ জাতই রয়েছে তাঁর ছাদে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Lotus Farming: নবাড়ির ছাদে ‘পদ্মের রাজ্য’! ৪২টিরও বেশি প্রজাতি রয়েছে পূর্বস্থলীর উৎসবের বাগানে