Murshidabad: ভোররাতে দুর্ঘটনার কবলে কয়লা বোঝাই লরি! ভয়াবহ অবস্থায় ঝুলছে কালভার্টের মধ্যে, যেভাবে রক্ষা পেলেন চালক এবং খালাসি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad: হলদিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কয়লা বোঝাই লরি। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে কালভার্টে। যেভাবে রক্ষা পেলেন চালক এবং খালাসি।
advertisement
1/5

শীতের আগেই হালকা কুয়াশা পড়তেই মুর্শিদাবাদে ঘটে গেল বিপত্তি। যদিও প্রাণে রক্ষা পেলেন গাড়ির চালক ও খালাসি। কালভার্টের মধ্যে ঝুলে থাকল কয়লা বোঝাই লরি। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামে। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
advertisement
2/5
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সাঁকোতে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির চালক। জানা গিয়েছে, লরিটি হলদিয়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল কয়লা বোঝাই করে। এখনও ঝুলছে কালভার্টের উপরেই।
advertisement
3/5
গাড়ির খালাসি জানিয়েছেন, শীতের আগেই বর্তমানে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। আর ভোররাতে চালক কিছু বুঝে ওঠার আগেই কালভার্টের মধ্যে পণ্য বোঝাই লরি তুলে দেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি।
advertisement
4/5
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়লা ভর্তি লরি এখনও কালভার্টের মধ্যে বিপজ্জনক ভাবে ঝুলে আছে। ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বর্তমানে ধীরে ধীরে চলছে যান চলাচল।
advertisement
5/5
মুর্শিদাবাদ জেলার অন্যতম ব্যস্ততম সড়ক ফরাক্কা হলদিয়ার এই বাদশাহি সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম বিকল্প সড়ক পথ। তবে কালভার্টের মধ্যে এই ভাবে ঝুলন্ত অবস্থায় পণ্য বোঝাই লরি থাকতে দেখে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Murshidabad: ভোররাতে দুর্ঘটনার কবলে কয়লা বোঝাই লরি! ভয়াবহ অবস্থায় ঝুলছে কালভার্টের মধ্যে, যেভাবে রক্ষা পেলেন চালক এবং খালাসি