Long Route Train Cancel: মহালয়ার দিন দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর-আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, তালিকায় বন্দে ভারতও
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
শনিবার শুরু হয় এই রেল অবরোধ। শনিবারের পর রবিবারও বাতিল হল বহু ট্রেন, তালিকায় রয়েছে বন্দে ভারতও।
advertisement
1/7

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: কয়েক বছর আগে জাতিসত্ত্বার দাবিতে কুড়মি আন্দোলন দেখেছে সারা বাংলা। বেশ কয়েক দিন জাতীয় সড়ক ও রেল সড়ক অবরুদ্ধ করে টানা আন্দোলন দেখেছে সকলে। ফের দাবি না মেটাতে, আন্দোলনে কুড়মি সম্প্রদায়ের মানুষজন। রেল পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।(রঞ্জন চন্দ)
advertisement
2/7
শনিবার শুরু হয় এই রেল অবরোধ। শনিবারের পর রবিবারও অব্যাহত আন্দোলন। মহালয়ার দিন দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর এবং আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে বন্দে ভারতের মতো ট্রেনও।
advertisement
3/7
কুড়মি আন্দোলনের প্রভাবে রবিবার (২১ সেপ্টেম্বর) মহালয়ার দিনও দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ও আদ্রা ডিভিশনে বাতিল করা হয়েছে বন্দেভারত এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।
advertisement
4/7
ইতিমধ্যে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে। স্বাভাবিকভাবে শনিবারের পর রবিবারও দূরপাল্লার যাত্রীরা বেশ সমস্যায় পড়েছেন।
advertisement
5/7
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাতিলের তালিকায় ২০৮৭১ হাওড়া-রাউরকেল্লা বন্দেভারত এক্সপ্রেস, রয়েছে, ২১৮৯৩/২১৮৯৪ টাটানগর পাটনা এবং পাটনা টাটানগর বন্দেভারত এক্সপ্রেসও।
advertisement
6/7
শুধু তাই নয়, টানা দুদিন কুড়মি আন্দোলনের জেরে ৬৮০৯১/১৮০১৯ খড়্গপুর ঝাড়গ্রাম ধানবাদ মেমু এক্সপ্রেস বাতিল করেছে রেল। শুধু তাই নয়, বাতিলের তালিকায় রয়েছে ৬৮০১৩ খড়্গপুর টাটানগর মেমু ট্রেনও। টানা প্রায় এক সপ্তাহ কুড়মি আন্দোলনের জেরে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ায় ট্রেন অবরুদ্ধ ছিল।
advertisement
7/7
রবিবার ১২৮১৪ টাটানগর হাওড়া এক্সপ্রেস, ৬৮১২৫ বারবিল টাটানগর মেমু, ৬৮০৪১/৬৮০৪২ আদ্রা বারকাকানা আদ্রা মেমু, ৬৩৫৯৭/৬৩৫৯৮ রাঁচি আসানসোল রাঁচি মেমু, ১৮০৮৫/১৮০৮৬ খড়্গপুর রাঁচি খড়্গপুর মেমু,১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু, ৬৮০৩৫ টাটানগর হাতিয়া মেমু, ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি চন্দ্রপুরা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবে রবিবারও বাতিল একাধিক ট্রেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Long Route Train Cancel: মহালয়ার দিন দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর-আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, তালিকায় বন্দে ভারতও