TRENDING:

 Lok Sabha Election 2024: এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি হাইকমান্ড, অধীর 'গড়ে' প্রচারে এগিয়ে বিজেপি-তৃণমূল

Last Updated:
বহরমপুরে সম্ভবত অধীর চৌধুরী'ই আবার কংগ্রেসের প্রার্থী হবেন। কিন্তু কংগ্রেস হাইকমান্ড এখনও তাঁর নাম ঘোষণা না করায় তৃণমূল-বিজেপির থেকে প্রচারে পিছিয়ে পড়ছে কংগ্রেস
advertisement
1/6
এখনও নাম ঘোষণা করেনি হাইকমান্ড, অধীর 'গড়ে' প্রচারে এগিয়ে বিজেপি-তৃণমূল
অধীর চৌধুরীর 'গড়' বলে পরিচিত বহরমপুরে ময়দানে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূল। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং তৃণমূল। আগেই বিজেপির দেওয়াল লিখন শুরু হয়েছিল, এবার দেওয়াল লিখন শুরু তৃণমূলের।
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান'কে বহরমপুরে প্রার্থী করেছে তৃণমূল। কংগ্রেস প্রার্থী ঘোষণা না করলেও মনে করা হচ্ছে টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী'কে প্রার্থী করবে। অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করবেন ডাঃ নির্মল সাহা।
advertisement
3/6
বিজেপি আগেই দেওয়াল লিখন শুরু করে ছোট ছোট কর্মী সভা করছে। অন্যদিকে সোমবার সকাল থেকেই বহরমপুর পুর এলাকায় দেওয়াল লিখন শুরু করল শাসকদল তৃণমূল কংগ্রেস।
advertisement
4/6
বহরমপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে দেওয়াল লিখতে দেখা যায় পুরপ্রধান নারুগোপাল মুখার্জিকে।
advertisement
5/6
হাইকমান্ড এখনও প্রার্থীর নাম ঘোষণা না করায় কংগ্রেস সেই অর্থে প্রচার শুরু করেনি। ফলে বাকি দুই প্রতিপক্ষের থেকে প্রচারে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে তারা। তবে ক্রিকেটার ইউসুফ পাঠানকে গুরুত্ব দিতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী।
advertisement
6/6
এদিকে গরম পড়তে শুরু করেছে রাজ্যে জুড়েই। অন্যদিকে ভোটের আবহাওয়াতে তপ্ত মুর্শিদাবাদ জেলার রাজনীতি। শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। তবে নির্বাচনী প্রচারের দেওয়াল লিখনে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে রাজি নয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
 Lok Sabha Election 2024: এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি হাইকমান্ড, অধীর 'গড়ে' প্রচারে এগিয়ে বিজেপি-তৃণমূল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল