Howrah Train: ট্রেন যাত্রীদের কপালে হাত! দোলযাত্রা উপলক্ষ্যে হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন বন্ধের নির্দেশিকা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দোলযাত্রার কারণে হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বন্ধের বিজ্ঞপ্তি রেলের, হাওড়া-বর্ধমান, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি- ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর রুটে
advertisement
1/5

দোলযাত্রার কারণে হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বন্ধের বিজ্ঞপ্তি রেলের। হাওড়া-বর্ধমান, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি- ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর রুটে। ১৪/৩/২৫ শুক্রবার দোলযাত্রার দিন বেশ কিছু লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত জানিয়েছি রেল কর্তৃপক্ষ। (রাকেশ মাইতি )
advertisement
2/5
হাওড়া বিভাগে বাতিল লোকাল ট্রেন গুলি হল,হাওড়া-বর্ধমান (মেন লাইন) আপ ট্রেন।৩৭৮১৯, ৩৭৭১১ এবং ৩৭৮৪৩। ডাউন ট্রেন - ৩৭৮২২ এবং ৩৭৬১২। হাওড়া-বর্ধমান (কর্ড লাইন): আপ ট্রেন - ৩৬০৭১, ৩৬৮১৭, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৮১ এবং ৩৬০৩৩। ডাউন ট্রেন - 2৩৬০৭২, ৩৬৮১৪, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৩৪,৩৬০৪,৩৬০৩৩।
advertisement
3/5
হাওড়া-ব্যান্ডেল (মেন লাইন): আপ ট্রেন - ৩৭২১৩, ৩৭২১৫,৩৭২১৯, ৩৭২২১,৩৭২২৭, ৩৭২৪৩, ৩৭২০১ এবং ৩৭৫১১।ডাউন ট্রেন - ৩৭২২৪,৩৭২০২, ৩৭৩২,৩৭২৪৬ এবং ৩৭৫১২।
advertisement
4/5
হাওড়া-শেওরাফুলি: আপ ট্রেন - ৩৭০৪১, ৩৭০৪৫,৩৭০৪৭,৩৭০৪৯ এবং ৩৭০৫৫। ডাউন ট্রেন - ৩৭০৪২,৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০ এবং ৩৭০৫৬।হাওড়া-তারকেশ্বর: আপ ট্রেন - ৩৭৩০৭, ৩৭৩১৭, ৩৭৩২৭ এবং ৩৭৪১১। ডাউন ট্রেন - ৩৭৩০৮, ৩৭৩২৮, ৩৭৩৩৮ এবং ৩৭৪১২।
advertisement
5/5
নৈহাটি-ব্যান্ডেল: আপ ট্রেন - ৩৭৫২৭,৩৭৫৩১ এবং ৩৭৫৩৫। ডাউন ট্রেন - ৩৭৫২৮, ৩৭৫৩২ এবং ৩৭৫৩৬।হাওড়া-শ্রীরামপুর: আপ ট্রেন - ৩৭০১১ এবং ৩৭০১৩। ডাউন ট্রেন - ৩৭০১২ এবং ৩৭০১৪বর্ধমান-কাটোয়া: আপ ট্রেন - ৩৫০১৩ এবং ৩৫০১৯। ডাউন ট্রেন - ৩৫০১৪ এবং ৩৫০২০।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah Train: ট্রেন যাত্রীদের কপালে হাত! দোলযাত্রা উপলক্ষ্যে হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন বন্ধের নির্দেশিকা