Local Train: দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো, যাত্রীদের সুবিধায় এবার চালু নতুন লোকাল ট্রেন, জানুন সময়
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
দমদম ক্যান্টনমেন্টে ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রো পরিষেবা। ফলে প্রতিদিনই বাড়ছিল যাত্রীদের চাপ। পরিস্থিতি সামাল দিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অতিরিক্ত লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। এতে মেট্রোযাত্রীরা নেমে অনায়াসে বনগাঁমুখী লোকাল ধরতে পারবেন
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কয়েকদিন আগেই শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন ডিআরএম রাজীব সাক্সেনা। সেই পরিদর্শনের পরই যাত্রী সুবিধা বাড়াতে ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল পূর্ব রেল
advertisement
2/6
দমদম ক্যান্টনমেন্টে ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রো পরিষেবা। ফলে প্রতিদিনই বাড়ছিল যাত্রীদের চাপ। পরিস্থিতি সামাল দিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অতিরিক্ত লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। এতে মেট্রোযাত্রীরা নেমে অনায়াসে বনগাঁমুখী লোকাল ধরতে পারবেন
advertisement
3/6
পাশাপাশি শিয়ালদহ সেকশনে নতুন এসি লোকাল ট্রেন, যাত্রাপথ সম্প্রসারণ, ট্রেন সংখ্যা বৃদ্ধি এবং দমদম ও বিধাননগর স্টেশনে ট্রেন থামার জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম–তালিকাও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ ও শিয়ালদহ–বনগাঁ এসি লোকাল গোপালনগর ও বামনগাছি স্টেশনেও থামবে বলেও জানানো হয়েছে
advertisement
4/6
"এর সঙ্গে শিয়ালদহ ডিভিশনের দমদম ও বিধান নগর স্টেশনে নির্দিষ্ট প্লাটফর্মকে চিহ্নিত করা হয়েছে বিশেষ কিছু ট্রেন-এর স্টপেজের জন্য। নতুন দুটি প্যাসেঞ্জার ট্রেন চালুর ঘোষণাও করা হয়েছে যেটি দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁর জন্য ছাড়বে রাত ৮টা বেজে ৫ মিনিটে। প্রতিদিন এই ট্রেনের পরিষেবা নিতে পারবেন রেল যাত্রীরা। বনগাঁ থেকে বারাসত পর্যন্ত রাত ১০ টার একটি লোকাল ট্রেন চালানোর কথাও জানানো হয়েছে
advertisement
5/6
বিবাদী বাগ-ব্যারাকপুর, হাসনাবাদ–বারাসত লোকালের যাত্রা পথ বাড়ানো হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সামগ্রিক উন্নয়ন শিয়ালদহ বিভাগের যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন
advertisement
6/6
নতুন ক্যান্টনমেন্ট থেকে পরিষেবা মেট্রো ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে। রেল যাত্রীদের মতে, নতুন পরিষেবাগুলি চালু হলে যাত্রীদের যাতায়াত আরও দ্রুত, আরামদায়ক এবং ঝামেলামুক্ত হবে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Local Train: দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো, যাত্রীদের সুবিধায় এবার চালু নতুন লোকাল ট্রেন, জানুন সময়