East Bardhaman News: চরম আর্থিক অনটন! সব বাধা ভেঙে স্বপ্নপূরণ ছোট্ট পিয়ালির, আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতল সোনা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনার মুকুট উঠল পিয়ালি দাসের মাথায়। দারিদ্র্যকে হার মানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল।
advertisement
1/6

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সোনার মুকুট উঠল পিয়ালি দাসের মাথায়। দারিদ্র্যকে হার মানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছে পূর্বস্থলীর কন্যা। মাত্র ৮ বছর বয়সে একের পর এক সাফল্য কুড়িয়ে এনে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/6
গত ৭ জুলাই দার্জিলিং-এ অনুষ্ঠিত জাতীয় যোগা প্রতিযোগিতায় সাব-জুনিয়র (বয়স ৮–৯) বিভাগে প্রথম হয়ে সোনার পদক জিতে নেয় পিয়ালি। সেই কৃতিত্বের জোরেই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ আসে তার সামনে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/6
২–৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এশিয়া যোগা প্রতিযোগিতা। ভিয়েতনাম, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ মোট নয়টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে সোনা জয় করে ছোট্ট পিয়ালি। এই সাফল্যে উজ্জ্বল হয়ে ওঠে দেশ, রাজ্য তথা পূর্ব বর্ধমান জেলার নাম। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/6
পিয়ালির বাড়ি কালনা মহকুমার পূর্বস্থলীর সরডাঙ্গা গ্রামে। তবে পিয়ালির পারিবারিক অবস্থা সচ্ছল নয়। বাবা-মা দু'জনেই শ্রমজীবী মানুষ, ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে মালয়েশিয়া যাওয়ার ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/6
তবে বিপদের দিনেই পাশে দাঁড়িয়েছেন বহু শুভাকাঙ্ক্ষী। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বহু মানুষ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী থানার আইসি-সহ অনেকের সহায়তায় শেষ পর্যন্ত কুয়ালালামপুর পৌঁছতে সক্ষম হন পিয়ালি ও তার বাবা সুমন্ত দাস। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
6/6
মালয়েশিয়া থেকে সোনার পদক জিতে দেশে ফেরার পর শনিবার পূর্বস্থলী স্টেশনে পিয়ালিকে বরণ করে নেন এলাকার মানুষ। ছোট্ট বয়সে পিয়ালির এই অসাধারণ কৃতিত্ব শুধু তার পরিবারের নয়, গোটা রাজ্যেরই গর্ব হয়ে উঠেছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: চরম আর্থিক অনটন! সব বাধা ভেঙে স্বপ্নপূরণ ছোট্ট পিয়ালির, আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতল সোনা