পুরুলিয়ার কাশবনে ছোট্ট দুগ্গা দর্শন! জ্যান্ত দুর্গাদের ভিড়ে সে যেন সাক্ষাৎ উমা! সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ভাইরাল ছবি, আপনি দেখেছেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Little Durga Model: ইচ্ছের ইচ্ছেপূরণ দুর্গাপুজোয়। চার বছরের ছোট্ট মেয়ে সানভি শাহানা। তবে সবার কাছে সে ইচ্ছে নামেই পরিচিত। ছোট্ট এই ইচ্ছের অপরূপ দুর্গা সাজ মুগ্ধ করে দিল সকলকে।
advertisement
1/7

ইচ্ছের ইচ্ছেপূরণ দুর্গাপুজোয়। চার বছরের ছোট্ট মেয়ে সানভি শাহানা। তবে সবার কাছে সে ইচ্ছে নামেই পরিচিত। ছোট্ট এই ইচ্ছের অপরূপ সাজ মুগ্ধ করে দিল সকলকে। (ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/7
দুর্গাপুজোর আগে মা দুর্গা সেজে রীতিমতো সকলকে চমকে দিয়েছে একরত্তি ইচ্ছে। তার এই মিষ্টি মুখে দুর্গা সাজের ছবি মন কেড়েছে সকলের।
advertisement
3/7
পুরুলিয়ার পুঞ্চার ভূমিকন্যা ইচ্ছে শাহানা। বয়স মাত্র ৪ বছর। তার বাবা সৌভিক শাহানা ও মা সুস্মিতা শাহানা। তাদের সঙ্গে সে পুরুলিয়া শহরেই থাকে। তবে পুজোর আগে গ্রামে এলেই নতুন কিছু ইচ্ছে জাগে তার।
advertisement
4/7
ইচ্ছে কিছুদিন আগেই তার গ্রামের বাড়িতে দুর্গামণ্ডপে দেখেন মায়ের প্রতিমা গড়ার কাজ চলছে। আর তখনই তার মনে ইচ্ছে জাগে সে দুর্গা সাজবে। পরিবারের কেউই তার আবদার ফিরিয়ে দেননি। আর সেই আবদার পূরণ হতেই যেন ছোট্ট ইচ্ছে হয়ে উঠেছে ছোট্ট উমা।
advertisement
5/7
রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ইচ্ছের দুর্গা সাজের বিভিন্ন ছবি। উমার এই স্নিগ্ধ রূপ সকলের হৃদয় স্পর্শ করেছে। খুশির ছাপ ফুটে উঠেছে ইচ্ছের মুখেও।
advertisement
6/7
এ বিষয়ে তার মা সুস্মিতা শাহানা বলেন, পড়াশোনার পাশাপাশি পুজোপাঠে উপর ইচ্ছের অগাধ ভক্তি। এবছর হঠাৎই তার ইচ্ছা হল মা দুর্গা সাজতে। পরিবারের সম্মতিতেই সেই ইচ্ছা পূরণ করা হয়েছে।
advertisement
7/7
ইচ্ছের দুর্গা দুর্গতিনাশিনীর ছবি এখন রীতিমতো আলোড়ন তুলেছে। যেন মা দুর্গার প্রতিমূর্তি সে। পুরুলিয়ার কাশফুলের দেশে যেন এবার সাক্ষাৎ উমার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়ার কাশবনে ছোট্ট দুগ্গা দর্শন! জ্যান্ত দুর্গাদের ভিড়ে সে যেন সাক্ষাৎ উমা! সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ভাইরাল ছবি, আপনি দেখেছেন?