Local train Sealdah Station: ফের একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহে! শনি-রবিতে জোর ভোগান্তি যাত্রীদের, জানুন কারণ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train Cancelled: ফের শিয়ালদহ লাইনে যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা। শনি এবং রবিবার শিয়ালদহ বিভাগের উত্তর শাখায় বেশ কিছু ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে ভারতীয় রেল।
advertisement
1/5

ফের শিয়ালদহ লাইনে যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা। শনি এবং রবিবার শিয়ালদহ বিভাগের উত্তর শাখায় বেশ কিছু ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে ভারতীয় রেল।
advertisement
2/5
শিয়ালদহ বিভাগের সণ্ডালিয়া স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরি করা হবে। তাই একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
advertisement
3/5
শনিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বাতিলের তালিকায় থাকবে শিয়ালদহ-হাসনাবাদ লাইনের ৩৩৫৩৩ আপ এবং ৩৩৫৩৮ ডাউন ট্রেন। বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল করা হয়েছে ৩৩৩২৩ এবং ৩৩৩২৫ আপ ট্রেন এবং ৩৩৩১৮ এবং ৩৩৩২০ ডাউন ট্রেন।
advertisement
4/5
রবিবারও এই লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন ৩৩৫১২ এবং ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ- শিয়ালদহ লোকাল, ৩৩৩১২ এবং ৩৩৩১৪ হাসনাবাদ- বারাসাত লোকাল। সেই সঙ্গেই বাতিল ৩৩৫১৩, ৩৩৫১৭ আপ শিয়ালদহ হাসনাবাদ লোকাল এবং ৩৩৩১১, ৩৩৩১৩ আপ বারাসাত-হাসনাবাদ লোকাল।রবিবারও এই লাইনে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন ৩৩৫১২ এবং ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ- শিয়ালদহ লোকাল, ৩৩৩১২ এবং ৩৩৩১৪ হাসনাবাদ- বারাসাত লোকাল। সেই সঙ্গেই বাতিল ৩৩৫১৩, ৩৩৫১৭ আপ শিয়ালদহ হাসনাবাদ লোকাল এবং ৩৩৩১১, ৩৩৩১৩ আপ বারাসাত-হাসনাবাদ লোকাল।
advertisement
5/5
সেই সঙ্গে হাসনাবাদ – বিবাদি বাগ লোকাল ভোর ৫টা ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৬টা ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে, সেই সঙ্গে ট্রেনটি বিবাদি বাগের পরিবর্তে বারাসাত পর্যন্ত চলবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Local train Sealdah Station: ফের একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহে! শনি-রবিতে জোর ভোগান্তি যাত্রীদের, জানুন কারণ