Life: এই ছয়টি ব্রহ্মাস্ত্র, সকাল সকাল মানলেই জীবন বদলে যাবে! জানুন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Life: গুলঞ্চ লতা তিন চার পিস ভিজিয়ে রেখে রোজ সকালে খেলে কোলেস্টেরল কমে যাবে।
advertisement
1/6

বাঁকুড়ার আয়ুষ শাখার টিপসগুলি মেনে চললে বদলে যাবে আপনার জীবন।
advertisement
2/6
আয়ুষ মেডিক্যাল অফিসার ডঃ পার্থ সারথী রায় জানান, তুলসী আদা পিঁপুল মরিচ ষষ্ঠীমধুর ক্বাথ চায়ের মতো সেবন করলে সারবে কাশির ধাত।
advertisement
3/6
গুলঞ্চ লতা তিন চার পিস ভিজিয়ে রেখে রোজ সকালে খেলে কোলেস্টেরল কমে যাবে।
advertisement
4/6
কচি বেলের পিস স্লাইস করে শুকিয়ে রেখে দিন। সেগুলি ভিজিয়ে খেলে আমাশয়ের সমস্যা দূর হবে।
advertisement
5/6
রোজ সকালে কাঁচা হলুদ দশটি তুলসি পাতা, চীনাবাদাম ভেজানো জল রূপের গোপন কথা ধরা দেবে ঠিক।
advertisement
6/6
বীজ ছাড়ানো হরিতকীর চূর্ণ খান রাতে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে।