Lemon Benefits For Health: একেবারেই 'পাতি' নয়, এই লেবুর রসে শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর পালায়!
- Reported by:RAKESH MAITY
- local18
Last Updated:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করার পাশাপাশি বহু উপকারী গুণে ভরা পাতিলেবু
advertisement
1/6

মুখের রুচি ফেরানোর পাশাপাশি পাতি লেবুতে রয়েছে বেশ কিছু কার্যকরী গুন। পাতি লেবুর কোনও অপকারিতা নেই। পেটের সমস্যা দূর করার পাশাপাশি দাঁত বা ত্বকের জন্য উপকারী পাতিলেবু।
advertisement
2/6
পেটের সমস্যা দূর করতে এক কথায় পাতিলেবুর অন্য কোন জুড়ি নেই। শরীরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে পারে পাতিলেবু।
advertisement
3/6
অ্যান্টিঅক্সিডেন্টস এর যোগান হিসাবে এবং ইমিউনিটি বুস্টার হিসাবে কার্যকরী।
advertisement
4/6
লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
advertisement
5/6
এই প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, লেবু যেমন খাবারের স্বাদ ফেরায়। তেমনি খাবার হজমে দারুন কার্যকরী। ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে পাতি লেবু।
advertisement
6/6
লেবুতে বর্তমান ' সাইট্রিক অ্যাসিড'। পেটের ক্ষতিকারক পদার্থ দূর করতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Lemon Benefits For Health: একেবারেই 'পাতি' নয়, এই লেবুর রসে শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর পালায়!