Lakshmi Puja Market: লক্ষ্মীপুজোয় বাজারে আগুন! নারকেল ৮০ টাকা, পদ্মফুল ৫০ টাকা, পুজোর আয়োজনে নাজেহাল বাঙালি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Lakshmi Puja Market: কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে দুর্গাপুরের বেনাচিতি বাজারে উপচে পড়া ভিড়। নারকেল ও পদ্মফুলের দাম বেড়েছে। লক্ষ্মী প্রতিমা ও পুজোর সামগ্রী কিনতে সকাল থেকেই বাজারে উৎসবের আমেজ
advertisement
1/6

কোজাগরী লক্ষ্মীপুজোয় দেবী লক্ষ্মীর আরাধনাকে ঘিরে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত সর্বস্তরের মানুষ। আজ সকাল থেকেই দুর্গাপুরের বেনাচিতি বাজারে দেখা গেল উৎসবের রঙিন চিত্র। ধানের ছড়া, দুর্বা, আম্রপল্লব, ফুল, বেলপাতা, তুলসী, তিল, হরতকি, কলার পেটো, খই, নাড়ু- মুড়কি, ফলমূল ও পুজোর সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
advertisement
2/6
দেবী লক্ষ্মীর পুজোয় প্রয়োজনীয় সামগ্রী কিনতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মত।তবে বাজারে এবার নারকেল, শীর্ষ ডাব ও পদ্মফুলের দাম অত্যন্ত উর্দ্ধমুখী বলে দাবি ক্রেতাদের।
advertisement
3/6
লক্ষ্মী পুজোয় বাজারে নারকেলের ব্যপক চাহিদা থাকে।নারকেলের নাড়ু ছাড়া মা লক্ষ্মীর ভোগ অসম্পূর্ণ। সেই নারকেল ৬০ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।একটি শীর্ষ ডাব বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
advertisement
4/6
এক ক্রেতা পিনাক্ষী স্বর্ণকার জানান , কোজাগরী লক্ষ্মীপুজো আমাদের জীবনে এক বিশেষ আনন্দের দিন।পুজোর বাজার করতে এসেছি। বাজারে সব জিনিসেরই দাম অতিরিক্ত আছে।বিশেষ করে একটি পদ্মফুলের কুড়ির দাম ৫০ টাকা।নারকেলও বিক্রি হচ্ছে চড়া দামে।
advertisement
5/6
কোজাগরী লক্ষ্মীপুজোয় বাঙালি ঘরে ঘরে পুজিত হন লক্ষী দেবী। বিত্তশালী থেকে হতদরিদ্র সকলেই চান ঐশ্বর্য ও ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে।তাই বাজারে এসেছে হাজার হাজার লক্ষ্মী প্রতিমা। ৫০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত বিভিন্ন মানের লক্ষ্মী প্রতিমা মিলছে।
advertisement
6/6
দুর্গাপুজো শেষ হতে না হতেই লক্ষী পুজোয় ফের উৎসবের মেজাজ দুর্গাপুরের বেনাচিতি বাজারে।সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড়।গ্রাহকদের সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja Market: লক্ষ্মীপুজোয় বাজারে আগুন! নারকেল ৮০ টাকা, পদ্মফুল ৫০ টাকা, পুজোর আয়োজনে নাজেহাল বাঙালি