Lakshmi Puja 2021: 'ভিলেন' বৃষ্টির দাপট! লক্ষ্মীপুজোয় ফল-সব্জি আকাশ ছোঁয়া, বাজারে কাটছাঁট বাঙালির...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lakshmi Puja 2021: লক্ষ্মীপুজোয় ফল-আনাজপাতির দর শুনে নামমাত্র বাজার সেরেই ব্যাজার মুখে ঘরে ফিরছেন বাঙালি।
advertisement
1/8

মা দুর্গার বিদায়ের বিষন্নতা কাটিয়ে উঠে ফের কোজাগরী পূর্নিমায় মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাঙালি। বিভিন্ন ধরনের লক্ষ্মী প্রতিমার পসরা নিয়ে বিক্রির আশায় ইতিমধ্যেই বর্ধমানের বিভিন্ন এলাকায় বসেছে প্রতিমা শিল্পীরা। কিন্তু এবারের লক্ষ্মী প্রতিমা বিক্রির বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির ভ্রুকুটি।
advertisement
2/8
এদিকে, লক্ষ্মীপুজোর আগেই দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার অশনি সংকেত। এদিকে ভিলেন বৃষ্টির দাপটে বাজারে ফল, শাকসব্জির এখন আগুন দর। আর সেই ছ্যাঁকায় নাজেহাল হাল গৃহস্থের। বাজারে পিছে লিস্ট মিলিয়ে জিনিস কিনতে গিয়ে হিমশিম হাল সবার।
advertisement
3/8
দর এতো বেশি হওয়ার ফলে অনেকেই অল্পস্বল্প বাজার সেরে সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছেন। গৃহস্থের মতোই স্বস্তিতে নেই দোকানি থেকে প্রতিমাশিল্পীরা। অসময়ের বৃষ্টিতে তাঁদের মাথায় হাত। লক্ষ্মীপুজোর আগের ক’দিন বিক্রিবাটা জমবে তো? বরুণদেবের চোখরাঙানিতে আশঙ্কায় বিক্রেতারা।
advertisement
4/8
নিম্নচাপের জন্য রবিবার বিকাল থেকেই বর্ধমান সহ দক্ষিনবঙ্গে শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। যার ফলে প্রতিমার বিক্রিবাটা নিয়ে আশংকার মেঘ দেখা দিয়েছে প্রতিমা শিল্পীদের মনে। যদিও এই বৃষ্টি কে উপেক্ষা করে ছাতা মাথা ক্রেতারা আসছেন প্রতিমা ক্রয় করতে, তবে তা সংখ্যায় খুবই অল্প।
advertisement
5/8
মঙ্গলবার সন্ধ্যে থেকেই শুরু হবে পূর্ণিমা, তাই মঙ্গল ও বুধবার এই দুদিনই আরাধনা হবে লক্ষ্মীর। তার উপর করণা আবহ ও নিম্নচাপের জেরে গত বছরের তুলনায় এবছরে প্রতিমা দাম বেড়েছে। সুতরাং যত দ্রুত প্রতিমাগুলি বিক্রি করা যায় সেই আশা নিয়ে অপেক্ষায় প্রতিমা শিল্পীরা। লক্ষী প্রতিমা কিনতে গিয়ে পকেটে টান পরছে মধ্যবিত্ত বাঙালিদের। তা সত্ত্বেও লক্ষী পুজো করার তাগদে অধিক দাম দিয়ে বাধ্য হচ্ছে কিনতে লক্ষী প্রতিমা।
advertisement
6/8
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার সকাল থেকেই বৃষ্টির (Rain Forecast Bengal) মধ্যেই বাজারে বেরিয়েছেন ক্রেতারা। তবে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ বা পশ্চিম মেদিনীপুর—সর্বত্রই ফল, শাকসব্জি থেকে লক্ষ্মীপ্রতিমা, দর শুনে আঁতকে উঠেছেন ক্রেতারা। ফলে পকেট বুঝে কাটছাঁট করছেন ফর্দতে।
advertisement
7/8
করোনা আবহে গত বছর পুজোর বাজার তেমন জমেনি। চলতি বছর আশায় বুক বেঁধেছেন দোকানিরা। তবে নিম্নচাপের বৃষ্টি তাতেও জল ঢেলে দিয়েছে। পূর্ব বর্ধমানের বাজারে গত বছরের তুলনায় এ বার লক্ষ্মীপ্রতিমার দাম বেশ বেড়েছে। ছোট মূর্তিই ১০০ টাকার আশপাশে। বড় আকারের সাজের প্রতিমার দাম ৬০০-৮০০। খড়ের মূর্তির দর আরও বেশি। তবে ফলের দর তেমন বাড়েনি বলে দোকানিদের দাবি।
advertisement
8/8
তাতেও স্বস্তি নেই ক্রেতাদের। আপেল বা নাসপাতি ৮০ থেকে ১০০ টাকা। কলা ৪০ থেকে ৫০ টাকা প্রতি ডজন। শাঁকালু প্রতি কেজি ১০০ টাকা। শশা এবং খেজুর কেজি প্রতি যথাক্রমে ৫০-৬০ ও ১২০ টাকা। ফল-আনাজপাতির দর শুনে নামমাত্র বাজার সেরেই ব্যাজার মুখে ঘরে ফিরছেন বাঙালি। তবে বিক্রেতাদের অনেকেই মনে করছেন বৃষ্টি ধরলেই ক্রেতারা বাজারে আসবেন। বাঙালির লক্ষ্মীলাভের আশায় জল ঢালতে পারবে না এই নিম্নচাপের বৃষ্টি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja 2021: 'ভিলেন' বৃষ্টির দাপট! লক্ষ্মীপুজোয় ফল-সব্জি আকাশ ছোঁয়া, বাজারে কাটছাঁট বাঙালির...