Old Cinema Hall: বিরাট কুসুম সিনেমা, প্রেক্ষাগৃহ আজ যেন পরিত্যক্ত ক্যানভাস
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Old Cinema Hall: বাঁকুড়ার সর্ববৃহৎ কুসুম সিনেমা হলের টিকিট কাউন্টারে আজ ঘুঁটে দেওয়া হয়, বহু স্মৃতি নিয়ে পরিত্যক্ত বাড়ির মত দাঁড়িয়ে আছে সে
advertisement
1/6

এই যে বিরাট অট্টালিকাটি দেখছেন, এটি হল বাঁকুড়ার একসময়ের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ। আজও এই সিনেমা হলের বিশালতা চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব।
advertisement
2/6
অট্টালিকার ঠিক উপরে এখনও ধ্যানস্ত অবস্থায় রয়েছে বুদ্ধ মূর্তি। তার একটু নিচে বাম পাশে ফিল্মি কায়দায় বড় করে লেখা রয়েছে "কুসুম", সিনেমা হলের নাম।
advertisement
3/6
এক সময় যে টিকিট কাউন্টারের সামনে ভিড় সামলাতে হিমসিম খেতে হত, সেই টিকিট কাউন্টার এখন ঘুঁটে দেওয়ার জায়গায় পরিণত হয়েছে!
advertisement
4/6
খোলা পড়ে রয়েছে এই সিনেমা হল। খুব সহজেই যে কেউ ঢুকে পড়তে পারবেন। সেই কারণেই হয়ত কেউ কেউ নিজের শিল্পী সত্তা ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন পেক্ষাগৃহের দেওয়াল।
advertisement
5/6
সিনেমাহলের ভিতরে ঢুকলেই দেখা যাবে দেওয়াল জুড়ে নানান রঙিন ছবি। কিছু ছবির অন্তর্নিহিত মানে বোঝা গেলেও অধিকাংশই ভাসা-ভাসা।
advertisement
6/6
তবে আজও হারিয়ে যাবেন মূল পর্দা ঘরের সামনে গেলে। বিরাট বিপুল এই ফাঁকা জায়গায় আলো আঁধারের খেলা খেলছে স্বয়ং সূর্য। এখানে দাঁড়িয়ে চোখ বুজলে আজও যেন শোনা যায় মানুষের গুনগুন আওয়াজ।ছবি ও তথ্য- নীলাঞ্জন ব্যানার্জী