বন্ধ হয়ে যাবে ইস্পাত নগরীর জনপ্রিয় পার্কের দরজা! হাতে সময় খুব কম
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Durgapur Park: খারাপ খবর দুর্গাপুরবাসীর জন্য। কারণ ফের বন্ধ হয়ে যেতে চলেছে দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় পার্ক। আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১ জুন থেকে দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এডিএসপি কর্তৃপক্ষ। এমনই খবর ঘোরাফেরা করছে শহরের আনাচে-কানাচে।
advertisement
1/5

খারাপ খবর দুর্গাপুরবাসীর জন্য। কারণ ফের বন্ধ হয়ে যেতে চলেছে দুর্গাপুরবাসীর অন্যতম জনপ্রিয় পার্ক। আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১ জুন থেকে দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এডিএসপি কর্তৃপক্ষ। এমনই খবর ঘোরাফেরা করছে শহরের আনাচে-কানাচে।
advertisement
2/5
এই খবর খুব স্বাভাবিকভাবেই শহরবাসীর মন খারাপ করে দিয়েছে। কারণ শহরের অন্যতম বড় এবং পুরনো এই পার্কটি। আশির দশকে গড়ে ওঠা এই পার্ক যুবক যুবতী থেকে শুরু করে ফ্যামিলি ম্যান সবার কাছেই বেশ জনপ্রিয়। পার্কে অ্যাডভেঞ্চার রাইড ইন্সটল করা রবীন্দ্রনাথ রায় বলছেন, ১ তারিখ থেকে পার্ক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলেই তিনি জানেন। কারণ বড় প্রাপ্ত সংস্থাটি পার্ক খালি করে দিচ্ছে।
advertisement
3/5
সূত্রের খবর, ২০২২ সালে যে সংস্থাকে এই পার্কটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা আর চুক্তি নবীকরণ করতে চায় না। যে কারণেই সাময়িকভাবে পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আর এই সিদ্ধান্তে পার্কে কর্মরত বিভিন্ন কর্মীদের মধ্যে পেশা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
advertisement
4/5
প্রসঙ্গত, এর আগে একাধিকবার কুমারমঙ্গলম পার্ক বন্ধ হতে দেখেছে শহরবাসী। কিন্তু ২০২২ সালে পার্কটি খুলে দেওয়া হয়েছিল। তবে নতুন করে পার্ক খোলার পর প্রবেশ মূল্য রাখা হয়েছিল ৮০ টাকা। যা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। শহরবাসীর একটা বড় অংশের দাবি, প্রবেশ মূল্য অনেক বেশি থাকায় অনেকেই এখন আর এখানে যেতে চান না।
advertisement
5/5
উল্লেখ্য আশির দশকে, ইস্পাত নগরীর কেন্দ্রে অবস্থিত বিশাল একটি লেক সহ প্রায় ৮০ একর জায়গা নিয়ে গড়ে ওঠে কুমারমঙ্গলম পার্ক এখানে অন্যতম আকর্ষণ ছিল মিউজিক্যাল ফাউন্টেন অবসর কাটানোর জন্য এই কুমারমঙ্গলম পার্ক শহরবাসীর কাছে বেশ প্রিয় কিন্তু সংস্থার সঙ্গে চুক্তি নিয়ে সমস্যার কারণে আবার বন্ধ হতে চলেছে পার্কের দরজা।