TRENDING:

বাহাদুর গরুর দাপট, এ এক আশ্চর্য খেলা! এমন ছুট আগে কোথাও দেখেছেন?

Last Updated:
শুধুমাত্র কুলতলী নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মালিকরা তাদের গরু এখানে নিয়ে আসেন।
advertisement
1/6
এই দৌড় কিন্তু অন্যরকম! কৃষকদের গরু ছুটছে ঝড়ের বেগে
ভাল ফসল পেতেই গরু দৌড় নয়। গরু দৌড়ের গরুকে ছুুটিয়ে অভিনব পুরস্কার জিতছেন কুলতলীর প্রতিযোগিতায়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
গ্রাম বাংলার কৃষকরা বছরের এই বর্ষার মরশুমে গরুর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মূলত জেলার বিভিন্ন প্রান্তের সুঠাম চেহারার তরতাজা গরুগুলি নিয়ে আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
মূলত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতেই এই গরু দৌড় অনুষ্ঠান হয়ে থাকে। কুলতলী ব্লকের জালাবেড়িয়ে এক নম্বর অঞ্চলের পালের চক গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে এই গরু দৌড় অনুষ্ঠিত হয়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
যেখানে শতাধিক কৃষক তাদের সুঠাম চেহারার গরুগুলি এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আনেন। দুইটি পর্যায়ের গরু দৌড় অনুষ্ঠান হয়। এখানে চমকপ্রদ পুরস্কারের ব্যবস্থা করা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারীদের জন্য। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
আর এই গরু দৌড় প্রতিযোগিতা শুধুমাত্র কুলতলী নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরুর মালিকরা তাদের গরুকে এখানে নিয়ে আসেন। শুধু পুরস্কার জিততেই নয়, এ এক অন্য নেশায় মাতেন তারা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
সাধারণত বর্ষাতেই এই খেলার আয়োজন করা হয়। আর সেভাবে দেখা না গেলেও সুন্দরবনের হাতেগোনা কয়েকটা জায়গায় এই গরু দৌড় প্রতিযোগিতার দেখা মেলে আর যা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাহাদুর গরুর দাপট, এ এক আশ্চর্য খেলা! এমন ছুট আগে কোথাও দেখেছেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল