Birbhum News: দু’দিনের জন্য ৬ ঘণ্টা করে বন্ধ রেলগেট! বাসিন্দাদের চলাচলে বিরাট প্রভাব! স্তব্ধ হতে পারে দুবরাজপুর? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: দু’দিনের জন্য বন্ধ কুখুটিয়া রেলগেট। ২ ও ৩ ডিসেম্বর কুখুটিয়া-দুবরাজপুর রেলগেটে জরুরি কাজ চলবে। এই জন্য সকাল ন'টা থেকে বিকেল তিন'টে পর্যন্ত রেলগেট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
advertisement
1/5

*দুবরাজপুর, সুদীপ্ত গড়াই: পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২ ও ৩ ডিসেম্বর কুখুটিয়া-দুবরাজপুর রেলগেটে জরুরি কাজ চলবে। এই জন্য সকাল ন'টা থেকে বিকেল তিন'টে পর্যন্ত রেলগেট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
advertisement
2/5
*রেললাইনের রক্ষণাবেক্ষণ, সিগন্যাল পরীক্ষা এবং নিরাপত্তা-সংক্রান্ত কিছু প্রযুক্তিগত মেরামতির কাজ একসঙ্গে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের। এই কাজের জন্য দু’দিন পথচলা বন্ধ রাখা প্রয়োজন।
advertisement
3/5
*কুখুটিয়া, দুবরাজপুর ও আশপাশের গ্রামগুলোর মানুষ প্রতিদিন এই রুট ব্যবহার করেন। রেলগেট বন্ধ থাকায় তাঁদের সাময়িক অসুবিধা হবে। প্রশাসন থেকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
4/5
*রেলগেট বন্ধ থাকার সময় যানবাহন বা পথচারীকে যাতে রেললাইন এলাকায় ঢুকতে না দেওয়া হয়, সেজন্য কড়া নজরদারি থাকবে। সতর্কীকরণ বোর্ড ও বিজ্ঞপ্তিও টাঙানো হচ্ছে।
advertisement
5/5
*রেল কর্তৃপক্ষের মতে, দু’দিনের এই অসুবিধা ভবিষ্যতে নিরাপদ ট্রেন পরিষেবা নিশ্চিত করবে। জনস্বার্থে জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কে সচেতন থাকার জন্য মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Birbhum News: দু’দিনের জন্য ৬ ঘণ্টা করে বন্ধ রেলগেট! বাসিন্দাদের চলাচলে বিরাট প্রভাব! স্তব্ধ হতে পারে দুবরাজপুর? জানুন