AC Local Train: শিয়ালদহ থেকে কখন ছাড়বে কৃষ্ণনগর এসি লোকাল? ফিরতি ট্রেন কৃষ্ণনগর ছাড়বে কখন? জানুন ভাড়া, সময়সূচি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
AC Local Train: শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এক জোড়া এসি লোকাল চলবে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে আপ কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে সকাল ৯:৪৮ মিনিটে। সেই ট্রেন কৃষ্ণনগর পৌঁছবে বেলা ১২:০৭ মিনিটে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩:৪০ মিনিটে।
advertisement
1/6

*পুজোর আগে রেলের বিশেষ উপহার কৃষ্ণনগরবাসীর জন্যে! ৫ সেপ্টেম্বর যাত্রী পরিষেবা শুরু করবে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।
advertisement
2/6

*দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান অবশেষে! এবার পূর্ব রেলের অন্যতম ব্যস্ততম রুট শিয়ালদহ কৃষ্ণনগরের মধ্যে চলবে এসি লোকাল ট্রেন! খরচ একটু বেশি হলেও আরামে কলকাতা যাওয়া যাবে।
advertisement
3/6
*বর্তমানে শিয়ালদহ-রানাঘাট আপ এবং ডাউন মিলিয়ে একজোড়া এসি লোকাল ট্রেন চলছে। যদিও প্রথম থেকেই ট্রেনটি কৃষ্ণনগর থেকে শিয়ালদহ পর্যন্ত চালানোর কথা ছিল, তবে সেটি হয়ে যায় রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল। আর তারপর থেকেই খানিকটা ক্ষোভ ছিল কৃষ্ণনগরবাসীর মনে।
advertisement
4/6
*শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এক জোড়া এসি লোকাল চলবে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে আপ কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে সকাল ৯:৪৮ মিনিটে। সেই ট্রেন কৃষ্ণনগর পৌঁছবে বেলা ১২:০৭ মিনিটে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩:৪০ মিনিটে।
advertisement
5/6
*শুরু হয়েছিল শিয়ালদহ-রানাঘাট সেকশন দিয়ে। এসি লোকাল চালু হতেই যাত্রী সংখ্যাও নেহাত কম ছিল না। এবার কৃষ্ণনগর রুটে বাতানুকূল পরিবেশে রেল যাত্রার জন্য সুবিধা পাবেন যাত্রীরা।
advertisement
6/6
*কৃষ্ণনগর-শিয়ালদহ এসি লোকালের ভাড়া যথাক্রমে: শিয়ালদহ-দমদম জংশন-- ৩৫ টাকা, শিয়ালদহ-বেলঘড়িয়া -- ৪০ টাকা, শিয়ালদহ-বারাকপুর -- ৬০ টাকা, শিয়ালদহ-শ্যামনগর -- ৮৫ টাকা, শিয়ালদহ-নৈহাটি -- ৯০ টাকা, শিয়ালদহ-কল্যাণী -- ৯৫ টাকা, শিয়ালদহ-চাকদহ -- ১০৫ টাকা, শিয়ালদহ-রানাঘাট -- ১২০ টাকা, শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন -- ১৪০ টাকা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
AC Local Train: শিয়ালদহ থেকে কখন ছাড়বে কৃষ্ণনগর এসি লোকাল? ফিরতি ট্রেন কৃষ্ণনগর ছাড়বে কখন? জানুন ভাড়া, সময়সূচি