Durga Puja 2025 Sreebhumi Theme: শারদোৎসবে আকর্ষণের শীর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব! ২০২৫ সালের কোন থিমে কাঁপাবে কলকাতা? কীসের আদলে হচ্ছে চোখ ধাঁধান মণ্ডপ? জানুন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja 2025 Sreebhumi Theme: ২০২৫ সালের শারদ উৎসবে তাদের প্যান্ডেল রূপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত বিখ্যাত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে।
advertisement
1/6

*প্রতি বছরের মতো এবারও পুজোয় অভিনব থিম নিয়ে হাজির লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ন রায়)
advertisement
2/6
*২০২৫ সালের শারদ উৎসবে তাদের প্যান্ডেল রূপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত বিখ্যাত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে।
advertisement
3/6
*খুঁটিপুজোর মধ্য দিয়ে সূচনা হল পুজোর প্রস্তুতির। উপস্থিত ছিলেন উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। অভিনেতা অঙ্কুশ-সহ বিশিষ্ট মহু মানুষ।
advertisement
4/6
*এ বছর থিমে ফুটে উঠবে হুবহু নিউ জার্সির অক্ষরধামের স্থাপত্যের প্রতিচ্ছবি-শ্বেতপাথরের নির্মাণশৈলী, সুবিশাল প্রবেশদ্বার, আর তার দুই পাশে সোনালি কারুকাজখচিত হাতির প্রতিমূর্তিও।
advertisement
5/6
*২০২৪ সালে শ্রীভূমির পুজোয় দেখা গিয়েছিল তিরুপতি বালাজি মন্দিরের আদলে মণ্ডপ। তার আগে কখনও ডিজনিল্যান্ড, বুর্জ খলিফা, কিংবা ভ্যাটিকান সিটি ফুটে উঠেছিল থিমের মাধ্যমে। প্রতিবারই দর্শকদের ভিড়ে উপচে পড়তে দেখা গিয়েছে এই পুজো ঘিরে।
advertisement
6/6
*এ বছরও সেই ধারাকে বজায় রেখেই ‘বিগ বাজেট’ থিমে বাজিমাত করতে চাইছে শ্রীভূমি। আয়োজকদের আশা, প্রতিবছরের মতো পুজো শুরুর আগে থেকেই ঢল নামবে লেকটাউন চত্বরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 Sreebhumi Theme: শারদোৎসবে আকর্ষণের শীর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব! ২০২৫ সালের কোন থিমে কাঁপাবে কলকাতা? কীসের আদলে হচ্ছে চোখ ধাঁধান মণ্ডপ? জানুন