Latest Weather: উত্তুরে হাওয়ায় শীতের আমেজ, বাংলা জুড়ে নামছে পারদ! কলকাতা-সহ কোথায় কতটা ঠান্ডা পড়বে জেনে নিন, আবহাওয়ার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Tias Banerjee
Last Updated:
Latest Weather: রাজ্যে ক্রমশ দাপট বাড়াচ্ছে শীতল পশ্চিমী হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামবে আরও নীচে— ১৫ ডিগ্রির নিচেও নামার সম্ভাবনা।
advertisement
1/6

রাজ্যে ক্রমশ দাপট বাড়াচ্ছে শীতল পশ্চিমী হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামবে আরও নীচে— ১৫ ডিগ্রির নীচেও নামার সম্ভাবনা। আপাতত রাজ্যজুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, শীতের আমেজ বজায় থাকবে অন্তত শনিবার পর্যন্ত।
advertisement
2/6
আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এখন শীতের হাওয়া ভালোভাবে অনুভূত হচ্ছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে নেমেছে। ভোরবেলা ও রাতের দিকে শীতের আমেজ বেশি, তবে দুপুর নাগাদ রোদে সেই অনুভূতি কিছুটা মিলিয়ে যাচ্ছে।
advertisement
3/6
খুব ভোরে হালকা কুয়াশা দেখা যেতে পারে, বিশেষ করে উপকূল ও সংলগ্ন জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায় কুয়াশার সম্ভাবনা বেশি। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ভোর ও রাতে থাকবে মনোরম শীতের অনুভূতি।
advertisement
4/6
উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে। পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি হতে পারে।
advertisement
5/6
পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে শীত।
advertisement
6/6
তবে দিনভর থাকবে রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া। অন্তত আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বড় কোনও ওঠানামা হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Latest Weather: উত্তুরে হাওয়ায় শীতের আমেজ, বাংলা জুড়ে নামছে পারদ! কলকাতা-সহ কোথায় কতটা ঠান্ডা পড়বে জেনে নিন, আবহাওয়ার আপডেট