Kojagari Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় চাই নাড়ু! নারকেল কিনতে গিয়েই হাতে ছ্যাঁকা ক্রেতাদের, দাম কত যাচ্ছে? শুনলে চমকে যাবেন
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
লক্ষ্মী পুজোয় একটি বিশেষ মিষ্টি যেন অপরিহার্য, তা হল নারকেল নাড়ু। তাই নারকেল কিনতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। তবে দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে রয়েছে।
advertisement
1/6

লক্ষ্মী পুজোতে নৈবেদ্যের থালায় নারকেল নাড়ু মাস্ট। সেই উপলক্ষে ব্যাপক চাহিদা বেড়েছে নারকেলের। বালুরঘাট শহর-সহ বিভিন্ন বাজারে দেখা মিলছে থরে থরে সাজিয়ে রাখা নারকেলের পসরা। সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
শারদ উৎসব থেকে শুরু করে লক্ষ্মীপুজোয় বানানো হয় নানা ধরনের নাড়ু, মোয়া, পায়েস, সন্দেশ। তার মধ্যে নারকেলের নাড়ু, নারকেল গুড়ের সন্দেশ না থাকলে যেন জমে না সেই পুজোর ভোজ। সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
এছাড়াও মন্দিরেও পুজোর আচারে নারকেলের প্রয়োজন হয়। এজন্য অন্যান্য সময়ের চেয়ে নারকেলের চাহিদা বাড়ে কয়েক গুণ। এ সুযোগে দামও বৃদ্ধি পায়। বাজারে এর প্রভাব দেখা গিয়েছে। চড়া দামে কিনতে টের পাচ্ছেন ক্রেতারা। সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
বিগত বছর এক জোড়া নারকেলের দাম ছিল আকারভেদে ৫০-৭০ টাকা। সেই নারকেলে বছর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা জোড়া। সে অনুযায়ী প্রতিটি নারকেলের দাম বেড়েছে ৭০- ১০০ টাকা। সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
ব্যবসায়ীদের মতে, চলতি বছর ডাবের চাহিদা এবং দাম বেশি থাকার কারণে নারকেলের দাম যথেষ্টই বেশি। দাম বেশি হওয়ায় বেচা-কেনা কম হচ্ছে। অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছেন। সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
ক্রেতাদের কথায়, লক্ষ্মীপূজো এলেই নারকেলের দাম বেড়ে যাওয়ায় এবছর রেডিমেড নাড়ু, মোয়াই মধ্যবিত্তের সহায়। গুড়, নারকেল কিনে বাড়িতে বানাতে গেলে খরচ অনেক বেশি। তাই নম নম করে পুজোটা সারতে চাইছেন সকলেই। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kojagari Lakshmi Puja: লক্ষ্মীপুজোয় চাই নাড়ু! নারকেল কিনতে গিয়েই হাতে ছ্যাঁকা ক্রেতাদের, দাম কত যাচ্ছে? শুনলে চমকে যাবেন