Bankura News: গ্রামে নেই একটাও দোতলা বাড়ি! বাঁকুড়ার এই গ্রামের অজানা গল্প জানুন
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
Last Updated:
বিজ্ঞান মনষ্ক শিক্ষক জীবনের শেষ দিন পর্যন্ত এই বিশ্বাসকে কাকতালীয় বলে মনে করেছিলেন।
advertisement
1/6

বাঁকুড়া শহর থেকে ৮ কিলোমিটার দূরে রয়েছে এই বালিয়াড়া গ্রাম। এখনও এই গ্রামে একটিও পাকা ঢালাই করা দোতলা বাড়ি নেই।
advertisement
2/6
বাঁকুড়ার এই গ্রামে আজও কেউ মা মনসার ভয়ে বানায় না দোতলা পাকা বাড়ি।
advertisement
3/6
চ্যালেঞ্জ নিয়ে দোতলা বাড়ি বানাতে যান সত্যনারায়ণ পাল। তারপর দোতলার সিঁড়ি বানানোর পরেই দূর্ঘটনার কবলে পড়েন সত্যনারায়ন পাল।
advertisement
4/6
সত্যনারায়ণ পালের ছেলে সৌরেন পাল জানান, বিজ্ঞান মনষ্ক সত্যনারায়ণ পাল মৃত্যুর আগে পর্যন্ত মা মনসা এবং দোতলা বাড়ির সম্পর্ককে কাকতালীয় বলে মনে করেছেন।
advertisement
5/6
গ্রামের এক প্রান্তে অবস্থান করছে মা মনসার বেদি। গ্রামবাসীরা জানান, মায়ের মহিমা অপার এবং বালিয়াড়ার মা মনসা অত্যন্ত জাগ্রত।
advertisement
6/6
দোতলা বাড়ি না বানানোর বিষয়টি পুরোটাই গ্রামবাসীদের বিশ্বাসের উপর নির্ভরশীল ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: গ্রামে নেই একটাও দোতলা বাড়ি! বাঁকুড়ার এই গ্রামের অজানা গল্প জানুন