Khardah: ৪৬ বছর পার, শিকড়ের খোঁজে মার্কিন মুলুক থেকে খড়দহে ৫২ বছরের টেম্পরি
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পাঁচ বছর বয়সে এক সন্ধ্যাতেই বদলে গিয়েছিল জীবন, খরদহ থেকে আমেরিকার মিনেসোটা, ৪৬ বছর পর হারানো পরিবারকে খুঁজতে খড়দহে টেম্পরি
advertisement
1/6

শিকড়ের সন্ধানে আমেরিকা থেকে খড়দহে আসলেন ৫২ বছরের ভারতীয় বংশোদ্ভূত টেম্পরি থমাস। খড়দহ, ব্যারাকপুর, সোদপুর... ঘুরলেন শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত, বাদ যায়নি স্টেশনও
advertisement
2/6
হারানো পরিবারকে খুঁজতেই বর্তমানে বিদেশি নাগরিক হয়েও, ভারতে আশা টেম্পরির। দেশ ছাড়ার পর কেটে গিয়েছে ৪৬ বছরেরও বেশি সময়, তবু স্মৃতির গহ্বরে এখনও আবছা হয়ে আছে কিছু মুহূর্ত। তা আঁকড়ে ধরেই হারানো পরিবারকে খুঁজতে বাংলায় আসেন টেম্পরি থমাসের
advertisement
3/6
পাঁচ বছর বয়সে পথ হারিয়েই বদলে যায় তাঁর জীবন। আবছা হলেও আজও তার মনে আছে, মা ও দাদু-দিদার সঙ্গে চড়া ডবল ডেকার বাসের কথা। খড়দহ থানার পুরনো বিল্ডিং, ব্যারাকপুরের চিড়িয়ামোড়, চার্চ-এর লম্বা পাঁচিল, আর সেই সন্ধ্যার কথা। দিনটা ১৯৭৭ সালের ১৪ ডিসেম্বর। রাতের খাবার রান্নার জন্য জ্বালানি জোগাড় করতেই বাড়ি থেকে বেরিয়ে ছিল পাঁচ বছরের মেয়েটি। এরপর পথ হারিয়ে ফেলেন
advertisement
4/6
রাত হয়ে যাওয়ায় পথ হারানো বাচ্চা মেয়েটি এক সহৃদয় ব্যক্তির সাহায্যে পৌঁছেছিলেন খড়দহ থানায়। রাতটা কেটেছিল সেখানেই। পরের দিন স্থান হয় প্রেসিডেন্সি সংশোধনাগারের হোমে। সেখানে থেকেই ছ'বছর বয়সে টেম্পরি থমাস দত্তক কন্যা হিসাবে পাড়ি দেয় আমেরিকার মিনেসোটায়
advertisement
5/6
সেখানেই কেটেছে তাঁর শৈশব, বেড়ে ওঠা, সংসার জীবন। কিন্তু একটি বই বদলে দিল তাঁর জীবনের মোড়। গল্পের বই পড়েই নিজের হারিয়ে যাওয়া পরিবার ও শিকড়ের সন্ধানে ফের ভারতমুখী হন টেম্পরি
advertisement
6/6
কলকাতায় এসে সরাসরি তিনি পৌঁছে যান খড়দহ থানায়। পুরনো স্মৃতি মনে করে আবেগ তাড়িত হয়ে পড়েন টেম্পরি থমাস। বিটি রোড ধরে ঘুরে দেখেন শৈশবের পরিচিত খড়দহ, সোদপুর, ব্যারাকপুরের চিড়িয়ামোড়, খড়দহ রেল স্টেশন-সহ বিভিন্ন জায়গা। কিন্তু খোঁজ মেলেনি তাঁর হারিয়ে যাওয়া পরিবারের। টেম্পরি জানান, হারানো পরিবারকে খুঁজতে তিনি প্রয়োজ হলে ফের আসবেন বাংলায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Khardah: ৪৬ বছর পার, শিকড়ের খোঁজে মার্কিন মুলুক থেকে খড়দহে ৫২ বছরের টেম্পরি