TRENDING:

Kaushiki Amavsya 2023: কৌশিকী অমাবস্যায় তুমুল সংযোগ, মায়ের ভোগে পোড়া শোলমাছ, পিছনে বিরাট কারণ

Last Updated:
Kaushiki Amavsya 2023: তারাপীঠে শোল মাছ হয়ে উঠল মঙ্গলের প্রতীক
advertisement
1/7
কৌশিকী অমাবস্যায় তুমুল সংযোগ, মায়ের ভোগে পোড়া শোলমাছ, পিছনে বিরাট কারণ
বীরভূম জেলার মধ্যে অবস্থিত তারাপীঠ একটি সিদ্ধপীঠ নামে পরিচিত।কথিত আছে সাধক বামাক্ষ্যাপা অনেক সাধনার পর তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের তলায় তারা মায়ের আবির্ভাব পান।
advertisement
2/7
প্রত্যেকদিন সকালবেলায় মা তারার মঙ্গল আরতির দ্বারা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহের দরজা, মাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পূজিত করা হয়। এরপরই মা তারা কে দুপুরবেলায় অন্নভোগ নিবেদন করা হয়।
advertisement
3/7
বিভিন্ন রকমের ভাজাভুজি, সবজি, মাছের মাথা ভাজা এবং তার সাথে অতি গুরুত্বপূর্ণ শোল মাছ পোড়া দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। তবে কেন গুরুত্বপূর্ণ এই শোল মাছ পোড়া এই বিষয়ে মন্দিরে এক সেবায়েত গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানান এর সাথে জড়িয়ে আছে এক অলৌকিক কাহিনি।
advertisement
4/7
জানা যায় জয়দত্ত নামে এক সওদাগর বাণিজ্য করতে বেরিয়ে চণ্ডীপুরে এসে বিশ্রাম নেওয়া সময় নোঙর করছিলেন, বর্তমান তারাপীঠ অতীতে চন্ডিপুর নামে পরিচিত ছিল, সেই সময় সওদাগরের সঙ্গে ছিল তার ছেলে হঠাৎ সেই ছেলেকে সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
advertisement
5/7
অন্যদিকে তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত জীবিত কুন্ডু ঘাটে একজন কাটা শোল মাছ ধুতে গেলে ওই কাটা শোল মাছ পুনরায় জীবিত হয়ে জলের গভীরে চলে যায়।
advertisement
6/7
সেই খবর সওদাগরের কানে পৌছাতেই তার মৃত ছেলেকে সে নিয়ে আসছে ওই জীবিত কুণ্ডুর ঘাটে এবং সেই মৃত ছেলেকে ওই পুকুরের জলে ভাসিয়ে দেয়। হঠাৎই তার মৃত ছেলে বেঁচে উঠে।
advertisement
7/7
তবে থেকেই তারাপীঠে শোল মাছ হয়ে উঠল মঙ্গলের প্রতীক।এই ঘটনার পর থেকেই নাকি মায়ের ভোগ শোল মাছ ছাড়া অসম্পূর্ণ বলে জানান মন্দিরের ওই সেবায়েত।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavsya 2023: কৌশিকী অমাবস্যায় তুমুল সংযোগ, মায়ের ভোগে পোড়া শোলমাছ, পিছনে বিরাট কারণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল