Tarapith News: সাপের কামড়ে মৃত পুত্র জীবিত তারাপীঠের জীবিত কুণ্ডু ঘাটে স্নান করাতেই, ইতিহাস আজও বহুল প্রচলিত
- Published by:Arjun Neogi
- local18
Last Updated:
Tarapith News: তারা মায়ের কাছে পুজো দিয়ে এই জলে স্নান করে মনষ্কামনা করলে সন্তান জন্ম দিতে পারেন
advertisement
1/10

বীরভূম: জেলার রামপুরহাট শহর থেকে কিছু দূরে অবস্থিত মন্দির নগরী তারাপীঠ রামপুরহাট স্টেশনে নেমে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠের মা তারার মন্দির। রিপোর্টিং সৌভিক রায়, নিজস্ব ছবি ৷
advertisement
2/10
আর এই মা তারার মন্দির ঘিরে রয়েছে হাজারো পৌরাণিক কাহিনী। কথিত আছে ৫১ টি সতীপীঠের মধ্যে নয় এই মা তারার মন্দির, এইটি একটি সিদ্ধপীঠ নামে প্রচলিত । নিজস্ব ছবি ৷
advertisement
3/10
গুরু সাধক বামাক্ষ্যাপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করছিলেন সেই সময় বামাক্ষ্যাপা তারা মায়ের আবির্ভাব পান, তবে থেকে এই তারাপীঠ সিদ্ধপীঠ নামে পরিচিত। নিজস্ব ছবি ৷
advertisement
4/10
একদিকে যখন তারাপীঠ মন্দির ঘিরে রয়েছে হাজারো পৌরাণিক কাহিনির ঠিক তেমনি মন্দিরের পাশে অবস্থিত জীবিত কুণ্ডুঘাট নিয়েও রয়েছে অনেক কাহিনি। নিজস্ব ছবি ৷
advertisement
5/10
জানা যায় বনিক জয় দত্ত সওদাগার দ্বারকা নদীর উপর দিয়ে বজরা করে বাণিজ্য করতে যাওয়ার সময় বজরা নোঙ্গর করেছিলেন, সেই সময় হঠাৎ সাপের কামড়ে মৃত্যু হয় সওদাগরের ছেলের। নিজস্ব ছবি ৷
advertisement
6/10
ঘটনাচক্রের সেই সময় সেই দিনই বণিকের একজন রান্না করার জন্য একটি কাটা শোলমাছ এই জীবিত কুণ্ডুর ঘাটে পরিষ্কার করছিল হঠাৎ সেই কাটা শোলমাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায় ৷ নিজস্ব ছবি ৷
advertisement
7/10
বণিক এই ঘটনা শোনার পরেই তার মৃত পুত্রকে এই পুকুরের জলে স্নান করাতেই বণিক পুত্র জীবিত হয়ে ওঠে ৷ নিজস্ব ছবি ৷
advertisement
8/10
তবে থেকেই এই পুকুরটি জীবিত কুণ্ডু নামে পরিচিত। আবার অন্যদিকে মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ জানান সাধক বামাক্ষ্যাপা মা তারার দর্শন পাওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে এই জলের মধ্যে ডুবে থেকে তপস্যা করতেন ৷ নিজস্ব ছবি ৷
advertisement
9/10
এছাড়াও কথিত আছে যে সকল মহিলারা সন্তান জন্ম দিতে পারেন না সেই মহিলারা তারা মায়ের কাছে পুজো দিয়ে এই জলে স্নান করে মনষ্কামনা করলে সন্তান জন্ম দিতে পারেন। নিজস্ব ছবি ৷
advertisement
10/10
Disclaimer: নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার প্রচার করেনা বা সমর্থনও করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ নিজস্ব ছবি ৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith News: সাপের কামড়ে মৃত পুত্র জীবিত তারাপীঠের জীবিত কুণ্ডু ঘাটে স্নান করাতেই, ইতিহাস আজও বহুল প্রচলিত