Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় মা তারার আরাধনা! মন্ত্রোচ্চারণ আর ধুনোর গন্ধে অশোকনগর যেন 'মিনি তারাপীঠ'
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যার রাতে অঘোরী সাধুদের মন্ত্রোচ্চারণ ও বিশেষ পূজাপাঠের কারণে অশোকনগর যেন হয়ে উঠল 'মিনি তারাপীঠ', যেখানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
advertisement
1/6

ধোঁয়ায় ঢাকা চারপাশ, অঘোরী সাধুদের মন্ত্রোচ্চারণে গা ছমছমে পরিবেশ, কৌশিকী অমাবস্যার রাতে অশোকনগর যেন হয়ে উঠল মিনি তারাপীঠ (তথ্য ও ছবি - রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
রাতভর চলল মা তারার আরাধনা, যজ্ঞ থেকে বিশেষ পূজোপাট, আর সেই দৃশ্যের সাক্ষী থাকতে হাজির হলেন অগণিত ভক্ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ল ভিড়
advertisement
3/6
অশোকনগরের হরিপুর সংলগ্ন তারা মায়ের মন্দিরেই আয়োজন করা হয় মহাপূজোর। মন্দির প্রাঙ্গণে জ্বলে ওঠে ধূপ, ধুনো, মোমবাতির আলো। ভক্তরা নিজেদের মনের ইচ্ছা নিবেদন করেন দেবীর চরণে
advertisement
4/6
মন্দির সংলগ্ন খোলা মাঠ তখন রূপ নেয় সাধু অঘোরীদের আখড়ায়। চারদিকে মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও আলোকসজ্জা মিলিয়ে সৃষ্টি হয় এক ভিন্ন আবহ, যা ভক্তদের মনে করিয়ে দিল তারাপীঠের কথা
advertisement
5/6
ভক্তদের মতে, এমন আবহে উপস্থিত হলে গায়ে কাঁটা দেওয়াই স্বাভাবিক। দেবাদিদেব মহাদেব, মা কালী, পিশাচ, ব্রহ্মদত্তি আর ভূতের আরাধনার প্রতীকী উপস্থাপনা গোটা প্রাঙ্গণকে আরও রহস্যময় করে তুলল
advertisement
6/6
শুধু অশোকনগর নয়, আশপাশের বিস্তীর্ণ অঞ্চল থেকেও ভক্তরা এদিন ভিড় জমান এখানে। বহু মানুষের সমাগমে পুজো প্রাঙ্গণ তখন সাধন ক্ষেত্রে পরিণত হয়েছে। স্থানীয়দের কথায়, এই রাতের পরিবেশ যেন তারাপীঠকেই এখানে টেনে এনেছে (তথ্য ও ছবি - রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় মা তারার আরাধনা! মন্ত্রোচ্চারণ আর ধুনোর গন্ধে অশোকনগর যেন 'মিনি তারাপীঠ'