TRENDING:

Kaushiki Amavasya: ২২ অগাস্ট কৌশিকী অমাবস্যা, তারাপীঠের পুজোর নিয়ম, রীতি, শুভ মুহূর্ত জানুন! কমছে হোটেল ভাড়া! পার্কিং নিয়ে বড় আপডেট

Last Updated:
Kaushiki Amavasya: ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সামনের মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে।
advertisement
1/6
২২ অগাস্ট কৌশিকী অমাবস্যা, তারাপীঠের পুজোর নিয়ম, রীতি, শুভ মুহূর্ত জানুন! কমছে হোটেল ভাড়া
*বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান মন্দিরে। তারাপীঠের আদি দেবী মা তারা। সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি। তাই সকল দেবীরূপে মা তারার পুজো হয়। কখনও তিনি দুর্গা, কখনও তিনি লক্ষ্মী, কখনও তিনি সরস্বতী, আবার কখনও তিনি কালী রূপে পুজিতা হন। আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যা জনজোয়ারে ভাসে।
advertisement
2/6
*প্রতি বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সামনের মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। আর এই মেগা উৎসবের 'তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবন'-এ বৈঠক হয়।
advertisement
3/6
*প্রত্যেক বছরের ন্যায় এখানে আলোচনা করা হয় কোন কোন বিষয়ে কেমন কেমন ছাড় দেওয়া হবে। তার পাশাপাশি হোটেল ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া কেমন থাকবে। কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকছে।
advertisement
4/6
*প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রত্যেক বছর তিনদিনের জন্য হোটেল বুকিংয়ের প্যাকেজ থাকে। সেখানে যে কোনও বড় হোটেলের খরচ পড়ে অনেকটাই বেশি। আর মূলত মধ্যবিত্তদের এত টাকার বিনিময়ে তারাপীঠ হোটেলে ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণেই গত কয়েক বছর থেকে কৌশিকী আমাবস্যায় পর্যটকদের সংখ্যা তুলনমূলকভাবে অনেকটাই কমেছে। সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এই বছর তিন দিনের জন্য প্যাকেজ বন্ধ রাখা হয়েছে।
advertisement
5/6
*আপনি যদি কৌশিকী অমাবস্যার দিন এসে সেদিন রাত থেকে পরের দিন সকালে ফিরে যেতে চান তাহলে তারও ব্যবস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি অমাবস্যার আগের রাত অর্থাৎ ২১ অগাস্ট রাত এক'টা পর্যন্ত যে কোনও চার চাকা গাড়ি প্রবেশ করতে পারবে তারাপীঠ থানা এলাকা চত্বরে। হোটেলে পুণ্যার্থীরা যাতে কোনওভাবেই কোনও সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখে হেল্প ডেস্ক চালু করা হবে।
advertisement
6/6
*গোটা তারাপীঠ চত্বরজুড়ে মোতায়েন থাকবে পুলিশ বাহিনী। ১৩০-এর বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে থাকছে ওয়াচ টাওয়ার। অ্যাম্বুল্যান্স পরিষেবা থেকে শুরু করে থাকবে দমকল বাহিনীর অফিসাররা। পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya: ২২ অগাস্ট কৌশিকী অমাবস্যা, তারাপীঠের পুজোর নিয়ম, রীতি, শুভ মুহূর্ত জানুন! কমছে হোটেল ভাড়া! পার্কিং নিয়ে বড় আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল