Kaushiki Amavasya: শুধু তারাপীঠে নয়! এই জেলাতেও রয়েছে মা তারা মন্দির, ঘুরে আসুন কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Kaushiki Amavasya: তারাপীঠে এদিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়। সাধক ব্যামাক্ষ্যাপাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধিলাভ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যাতে ঘুরে আসুন এই মন্দিরে, মনস্কামনা পূর্ণ হবে আপনার।
advertisement
1/6

*বীরভূমের তারাপীঠে কৌশিকী অমাবস্যাতে ভক্তরা যাবে পুজো দিতে। শুধু বীরভূমে নয়, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদে রয়েছে তারাপীঠের আদলে মা তারার মন্দির। মা তারা মন্দিরে এই শুক্রবার ভাদ্রর অমাবস্যায় পুজো দিয়ে আসতে পারেন। ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী।
advertisement
2/6
*মন্দির কমিটির সদস্যদের দাবি, এ বছর কৌশিকী অমাবস্যাতে বহু ভক্তদের সমাগম হবে। গত বছর এই প্রতিমা প্রতিষ্ঠিত হয়। ফলে এ বছর বিশেষ পুজো হবে কৌশিকী অমাবস্যায়।
advertisement
3/6
*বর্তমানে নিত্যপুজো হয়। সকালে ও সন্ধ্যায় নিত্য সেবা আরতি করা হয়। প্রতি অমাবস্যাতে দেওয়া হয় বিশেষ পুজো। ফলে কৌশিকী অমাবস্যাতেও হবে মা তারার পুজো।
advertisement
4/6
*ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। পুরাণ অনুসারে, এদিন দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। শাক্ত মতে যাঁরা দেবীর পুজো করেন, তাঁদের জন্য কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ।
advertisement
5/6
*তারাপীঠে এদিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়। সাধক ব্যামাক্ষ্যাপাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধিলাভ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যাতে ঘুরে আসুন এই মন্দিরে, মনস্কামনা পূর্ণ হবে আপনার।
advertisement
6/6
*মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বিশ্রামতলাতে অবস্থিত এই মা তারার মন্দির। কৌশিকী অমাবস্যায় ঘুরে আসুন এই মন্দিরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya: শুধু তারাপীঠে নয়! এই জেলাতেও রয়েছে মা তারা মন্দির, ঘুরে আসুন কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে