Kaushiki Amavasya-Train: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার কথা ভাবছেন? ট্রেনের টিকিটের চিন্তা? বড় সুখবর দিল রেল, এখনই জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Kaushiki Amavasya-Train: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবার কথা ভাবছেন? চিন্তা নেই এবার আরও সহজে রামপুরহাট পৌঁছবেন, পূর্ব রেল কৌশিকী অমাবস্যা উপলক্ষে স্পেশাল ট্রেন চালু করছে
advertisement
1/8

বিখ্যাত শক্তিপীঠ, তারাপীঠ। প্রায় সারা বছর অসংখ্য ভক্ত সমাগম ঘটে তারাপীঠে। এই বিশেষ উত্সব উপলক্ষ্যে চলবে বিশেষ ট্রেন। কৌশিকী অমাবস্যা মেলা উপলক্ষে রামপুরহাটে চলবে বিশেষ ট্রেন।
advertisement
2/8
আধ্যাত্মিক এই উত্সবে আরও কয়েকগুণ ভক্ত সমাগম হয় প্রতিবছর। মা তারার আশীর্বাদ পেতে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয় এই তীর্থক্ষেত্রে।
advertisement
3/8
তারাপীঠ পৌঁছুতে অধিকাংশ মানুষ ট্রেনযাত্রাই পছন্দ করে। সেই দিকে গুরুত্ব রেখেই পূর্ব রেলওয়ে প্রতি বছর ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।
advertisement
4/8
এই সময় ভক্তরা সমস্ত প্রতিকূলতা দূর করে রামপুরহাটে এসে তারা পীঠের এই পবিত্র উৎসবে যোগ দেন। কৌশিকী অমাবস্যা মেলায় তারা পীঠে পুণ্যার্থীদের ও যাত্রীদের ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ করার জন্য চলবে পূর্ব রেলের বিশেষ ট্রেন।
advertisement
5/8
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন ০২.০৯.২০২৪ (সোমবার), ০৩.০৯.২০২৪ (মঙ্গলবার) এবং ০৪.০৯.২০২৪ (বুধবার) এই তিন (৩) দিনের জন্য হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়ার জন্য বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে।
advertisement
6/8
হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ৫:৪৫ টায় ছাড়বে এবং একই দিনে সকাল ৯:৫০ টায় রামপুরহাট পৌঁছাবে এবং রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনটি রামপুরহাট থেকে বেলা ১১:৩২ টায় ছেড়ে একই দিনে বিকাল ৩:৫৫ টায় হাওড়া পৌঁছাবে।
advertisement
7/8
এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন) এবং সাঁইথিয়া স্টেশনগুলিতে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের ব্যবস্থা থাকবে।
advertisement
8/8
এর মাধ্যমে তারাপীঠে আসা পুণ্যার্থীদের কৌশিকী অমাবস্যা তিথির উৎসবে যোগদান আরও সহজ হবে। একইসঙ্গে চিন্তামুক্ত হয়ে উৎসব শেষে বাড়ি ফেরা নিশ্চিত করবে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya-Train: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার কথা ভাবছেন? ট্রেনের টিকিটের চিন্তা? বড় সুখবর দিল রেল, এখনই জানুন