West Bardhaman News : হারিয়ে যাচ্ছে উজ্জ্বল সাদা রং, দূষণের প্রভাবে শিল্পাঞ্চলের কাশফুল হারাচ্ছে সৌন্দর্য্য
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: নগরায়নের জন্য কাশফুলের সংখ্যা কমেছে। একইসঙ্গে দূষণের প্রভাবে কাশফুলের সংখ্যা কমেছে শিল্পাঞ্চলে। প্রকৃতি হারাচ্ছে তার রূপ।
advertisement
1/5

শিল্পাঞ্চল দুর্গাপুরের দূষণ সবসময় চিন্তায় রাখে পরিবেশবিদদের। যদিও দূষণ নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দূষণ পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
advertisement
2/5
এই দূষণের সরাসরি প্রভাব পড়েছে পুজোর আমেজেও। শিল্পাঞ্চলের দূষণে সৌন্দর্য্য হারাচ্ছে আগমনী বার্তা বয়ে আনা কাশফুল।
advertisement
3/5
দূষণের প্রভাবে উজ্জ্বল সাদা রং হারিয়েছে শিল্পাঞ্চলের কাশফুল। কাশফুলের যে মোলায়েম ভাব থাকে, সেটাও অনেকটা হারিয়ে গিয়েছে। পরিবেশ বিদ্যার শিক্ষক পার্থ দে বলছেন, শিল্পাঞ্চলের বিষাক্ত ধোঁয়া এবং কালির জন্য এই সমস্যা।
advertisement
4/5
একইসঙ্গে তিনি বলছেন, আগে শিল্পাঞ্চলের বহু ফাঁকা জায়গায় কাশফুলের দেখা পাওয়া যেত। কিন্তু নগরায়নের জন্য কাশফুলের সংখ্যা কমেছে। পাশাপাশি দূষণের প্রভাবে কাশফুলের সংখ্যা কমেছে শিল্পাঞ্চলে।
advertisement
5/5
পুজোর আগে কাশফুল নিয়ে মেতে উঠে বাঙালি। কাশফুলকে কেন্দ্র করে ফটোসেশন কম হয় না। কিন্তু সেই কাশফুল নিজের সৌন্দর্য্য হারিয়ে ফেলছে দূষণের প্রভাবে। যা মন খারাপের কারণ হয়ে উঠছে শহরবাসীর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : হারিয়ে যাচ্ছে উজ্জ্বল সাদা রং, দূষণের প্রভাবে শিল্পাঞ্চলের কাশফুল হারাচ্ছে সৌন্দর্য্য