Karam Festival: ধামসা-মাদলের বদলে ডিজে! করমে লাগছে 'আধুনিকতা'র ছোঁয়া, লোকসংস্কৃতি বাঁচাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Karam Festival: ছোটনাগপুর মালভূমি এলাকার মানুষের কাছে করম একটি অন্যতম বড় উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবে সরকারি ছুটি ঘোষণা করেছেন
advertisement
1/6

<strong>পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ</strong> জঙ্গলমহলের ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে অন্যতম করম পরব। আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে এটি অন্যতম বড় উৎসব।
advertisement
2/6
মানভূম কালচারাল অ্যাকাডেমির আয়োজনে ও জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে করম উৎসবের আয়োজন করা হয়। উৎসবে মেতে ওঠেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, মানভূম কালচারাল অ্যাকাডেমির সভাপতি হংসেশ্বর মাহাতো, পুরুলিয়ার ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
3/6
বর্তমানে করমে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছে। ধামসা, মাদলের বদলে ডিজে গান বাজিয়ে করম পালিত হতে দেখা যাচ্ছে। তাই জেলার লোকসংস্কৃতির উপর যাতে আঁচ না পরে সেই বিষয়ে মানুষকে সচেতন করেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
4/6
আধুনিকতার ভিড়ে করম গীত যাতে হারিয়ে না যায় তার জন্য একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। এই করম গীত সংরক্ষণের উদ্দেশে মানভূম কালচারাল অ্যাকাডেমি একটি সংকলন প্রকাশ করে, যার নাম দেওয়া হয় ‘করম গীতিমালা'। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
5/6
রবীন্দ্রভবনের মঞ্চে করম প্রতিযোগিতায় অংশ নেয় ১১টি দল। তাঁদের সঙ্গে করম গীতের তালে করম নাচে মেতে ওঠেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, মানভূম কালচারাল অ্যাকাডেমির সভাপতি হংসেশ্বর মাহাতো। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
6/6
ছোটনাগপুর মালভূমি এলাকার মানুষের কাছে করম একটি অন্যতম বড় উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এবার জেলাজুড়ে সরকারিভাবে করম উৎসব পালিত হওয়ায় উৎসবের মাহাত্ম্য আরও অনেকগুণ বেড়ে গিয়েছে। (ছবি ও তথ্যঃ শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Karam Festival: ধামসা-মাদলের বদলে ডিজে! করমে লাগছে 'আধুনিকতা'র ছোঁয়া, লোকসংস্কৃতি বাঁচাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ