TRENDING:

Durga Puja 2024 Kalyani ITI Luminous Club: থিমের জাদুতে হার মানবে কলকাতা? দুর্গাপুজোয় বিরাট চমক কল‍্যানীর আইটিআই ক্লাবের

Last Updated:
৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ শয্যার কাজ! 
advertisement
1/7
থিমের জাদুতে হার মানবে কলকাতা? দুর্গাপুজোয় বিরাট চমক কল‍্যানীর আইটিআই ক্লাবের
তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব
advertisement
2/7
বেশ কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার, চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে।
advertisement
3/7
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
advertisement
4/7
৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ শয্যার কাজ!
advertisement
5/7
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে।
advertisement
6/7
একটি নামকরা গয়নার দোকানের গয়না দিয়ে এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
advertisement
7/7
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024 Kalyani ITI Luminous Club: থিমের জাদুতে হার মানবে কলকাতা? দুর্গাপুজোয় বিরাট চমক কল‍্যানীর আইটিআই ক্লাবের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল