Kalyani ITI Luminous Club Durga Puja: এ বছর কী থিম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের? কতটা এগোল মণ্ডপ তৈরির কাজ? দেখুন ছবিতে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Kalyani ITI Luminous Club Durga Puja Theme: বড় বাজেটের থিমের পুজো নিয়ে আবারও নজর কেড়েছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। প্রতি বছর অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে এই পুজো কমিটি।
advertisement
1/6

*নদিয়া জেলার অন্যতম বড় বাজেটের থিমের পুজো নিয়ে আবারও নজর কেড়েছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। প্রতি বছর অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে এই পুজো কমিটি।
advertisement
2/6
*২০২৫ সালের দুর্গাপুজোয় তাদের নিবেদন মায়ানমারের ঐতিহাসিক সিনবিউম প্যাগোডা। ইতিমধ্যেই মণ্ডপ নির্মাণের কাজ জোরকদমে চলছে এবং বাইরে-ভেতরে ফাইবারের সূক্ষ্ম কারুকার্য অনেকটাই এগিয়েছে।
advertisement
3/6
*আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থাপত্যকে বাংলার দুর্গোৎসবে তুলে ধরার মধ্য দিয়ে ভিন্ন স্বাদ আনতে চাইছেন তারা। প্রাচীন মন্দিরের আদলে সাজানো হবে গোটা মণ্ডপ।
advertisement
4/6
*সাদা রঙের গম্বুজ থেকে শুরু করে খোদাই করা স্তম্ভ, সবকিছুই থাকবে ফাইবারে তৈরি সূক্ষ্ম শিল্পকর্মে। ইতিমধ্যেই দর্শনার্থীদের কৌতূহল তৈরি হয়েছে এই থিম ঘিরে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, কেবল মণ্ডপ নয়, প্রতিমা গড়ার ক্ষেত্রেও থাকবে অভিনবত্ব। পাশাপাশি আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক।
advertisement
5/6
*প্রতিবছর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এই বিগ বাজেটের পূজা মণ্ডপ দেখতে আসেন। রীতিমতো কলকাতার বড় বাজেটের পুজো গুলোকে বেশ কয়েক বছর ধরে টেক্কা দিচ্ছে এই ক্লাব।
advertisement
6/6
*নিরাপত্তা ও শৃঙ্খলার উপরও বিশেষ নজর দিচ্ছে আয়োজকরা। আশা করা হচ্ছে, এবারও হাজার হাজার দর্শনার্থী ভিড় জমাবেন কল্যাণীর এই পুজো প্যান্ডেলে। শিল্প, ঐতিহ্য ও আন্তর্জাতিক স্থাপত্যের মেলবন্ধন ঘটিয়ে লুমিনাস ক্লাবের এই পুজো নিঃসন্দেহে নদিয়া জেলার দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalyani ITI Luminous Club Durga Puja: এ বছর কী থিম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের? কতটা এগোল মণ্ডপ তৈরির কাজ? দেখুন ছবিতে