খরচ নেই বললেই চলে! কল্যাণী এইমস -এ সহজেই রোগী দেখানোর সুযোগ, দেখে নিন অনলাইন বা অফলাইন সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
কল্যাণী এইমসে (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স) রোগী দেখানোর জন্য আপনাকে নিচের ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।
advertisement
1/7

কল্যাণী এইমসে (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স) রোগী দেখানোর জন্য আপনাকে নিচের ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।
advertisement
2/7
<strong>অনলাইনে রোগী দেখানোর প্রক্রিয়া</strong>: অনলাইনে রেজিস্ট্রেশন করুন (ওপিডি অ্যাপয়েন্টমেন্ট): এইমসের অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করে একটি নতুন প্রোফাইল তৈরি করুন।
advertisement
3/7
এরপর রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, হসপিটাল: এইমস কল্যাণী নির্বাচন করুন রোগী কোন বিভাগে (যেমন: মেডিসিন, সার্জারি, চক্ষু ইত্যাদি) চিকিৎসা নিতে চায়, সেটি নির্বাচন করুন।
advertisement
4/7
আপনার পছন্দসই তারিখে অ্যাপয়েন্টমেন্ট স্লট পেলে কনফার্ম করুন ও প্রিন্ট/স্ক্রিনশট রাখুন। ওআরএস থেকে রেজিস্ট্রেশন করলে টোকেন আগে পাওয়া যায়।
advertisement
5/7
<strong>অফলাইনে গিয়ে দেখানো (যদি অনলাইন না হয়)</strong>: আপনি সরাসরি এইমস কল্যাণী-এর ওপিডি কাউন্টারে সকাল ৮:০০ টা নাগাদ যেতে পারেন। রোগীর পরিচয়পত্র (আধার/ভোটার আইডি) সঙ্গে নিয়ে যাবেন।
advertisement
6/7
নতুন রোগী হলে রেজিস্ট্রেশন করাতে হবে। পুরনো রোগী হলে ওপিডি কার্ড দেখাতে হবে। ওপিডি সময়সূচি (সাধারণত) : সোম - শুক্রবার: সকাল ৮:৩০ থেকে দুপুর ১:০০ (বিভিন্ন বিভাগ অনুযায়ী) শনিবার ও রবিবার: বন্ধ (বিশেষ কিছু বিভাগ ছাড়া)বিভাগের তালিকা ও সময়সুচি এইমস কল্যানী-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকে।
advertisement
7/7
<strong>অতিরিক্ত তথ্য</strong>: এমার্জেন্সি সার্ভিস ২৪ ঘণ্টা খোলা থাকে। বেশিরভাগ ওষুধ ও পরীক্ষা হাসপাতালে থেকে কম খরচে বা বিনামূল্যে পাওয়া যায়। নতুন বিভাগ ও সুপার স্পেশালিটি বিভাগ ধীরে ধীরে চালু হচ্ছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
খরচ নেই বললেই চলে! কল্যাণী এইমস -এ সহজেই রোগী দেখানোর সুযোগ, দেখে নিন অনলাইন বা অফলাইন সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি