TRENDING:

খরচ নেই বললেই চলে! কল্যাণী এইমস -এ সহজেই রোগী দেখানোর সুযোগ, দেখে নিন অনলাইন বা অফলাইন সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি

Last Updated:
কল্যাণী এইমসে (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স) রোগী দেখানোর জন্য আপনাকে নিচের ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।
advertisement
1/7
কল্যাণী এইমসে রোগী দেখাতে চান? জেনে নিন অনলাইন বা অফলাইন প্রক্রিয়া
কল্যাণী এইমসে (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স) রোগী দেখানোর জন্য আপনাকে নিচের ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।
advertisement
2/7
<strong>অনলাইনে রোগী দেখানোর প্রক্রিয়া</strong>: অনলাইনে রেজিস্ট্রেশন করুন (ওপিডি অ্যাপয়েন্টমেন্ট): এইমসের অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করে একটি নতুন প্রোফাইল তৈরি করুন।
advertisement
3/7
এরপর রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, হসপিটাল: এইমস কল্যাণী নির্বাচন করুন রোগী কোন বিভাগে (যেমন: মেডিসিন, সার্জারি, চক্ষু ইত্যাদি) চিকিৎসা নিতে চায়, সেটি নির্বাচন করুন।
advertisement
4/7
আপনার পছন্দসই তারিখে অ্যাপয়েন্টমেন্ট স্লট পেলে কনফার্ম করুন ও প্রিন্ট/স্ক্রিনশট রাখুন। ওআরএস থেকে রেজিস্ট্রেশন করলে টোকেন আগে পাওয়া যায়।
advertisement
5/7
<strong>অফলাইনে গিয়ে দেখানো (যদি অনলাইন না হয়)</strong>: আপনি সরাসরি এইমস কল্যাণী-এর ওপিডি কাউন্টারে সকাল ৮:০০ টা নাগাদ যেতে পারেন। রোগীর পরিচয়পত্র (আধার/ভোটার আইডি) সঙ্গে নিয়ে যাবেন।
advertisement
6/7
নতুন রোগী হলে রেজিস্ট্রেশন করাতে হবে। পুরনো রোগী হলে ওপিডি কার্ড দেখাতে হবে। ওপিডি সময়সূচি (সাধারণত) : সোম - শুক্রবার: সকাল ৮:৩০ থেকে দুপুর ১:০০ (বিভিন্ন বিভাগ অনুযায়ী) শনিবার ও রবিবার: বন্ধ (বিশেষ কিছু বিভাগ ছাড়া)বিভাগের তালিকা ও সময়সুচি এইমস কল্যানী-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকে।
advertisement
7/7
<strong>অতিরিক্ত তথ্য</strong>: এমার্জেন্সি সার্ভিস ২৪ ঘণ্টা খোলা থাকে। বেশিরভাগ ওষুধ ও পরীক্ষা হাসপাতালে থেকে কম খরচে বা বিনামূল্যে পাওয়া যায়। নতুন বিভাগ ও সুপার স্পেশালিটি বিভাগ ধীরে ধীরে চালু হচ্ছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
খরচ নেই বললেই চলে! কল্যাণী এইমস -এ সহজেই রোগী দেখানোর সুযোগ, দেখে নিন অনলাইন বা অফলাইন সম্পূর্ণ রেজিস্ট্রেশন পদ্ধতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল