TRENDING:

Kalpataru Utsav 2026: বছরের প্রথম দিন মনস্কামনা পূরণ! দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবে উপচে পড়া ভিড়! রামকৃষ্ণদেবের কল্পতরু লীলা শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
Kalpataru Utsav 2026: ১লা জানুয়ারি রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসব পালন করা হল। সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তিনদিন ধরে চলবে হোম যজ্ঞের অনুষ্ঠান।
advertisement
1/7
বছরের প্রথম দিন মনস্কামনা পূরণ! দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবে উপচে পড়া ভিড়
বৃহস্পতিবার ১লা জানুয়ারি। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসব পালন করা হল। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
advertisement
2/7
বৃহস্পতিবার সকাল থেকেই বছরের প্রথম দিনে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপচে পড়েছিল সকাল থেকেই বছরের প্রথম দিন পুজো দিতে ও মনস্কামনা পূর্ণ করতে। তিনদিন ধরে হোম যজ্ঞ অনুষ্ঠান চলবে এই কল্পতরু উৎসব উপলক্ষে বলে জানা গিয়েছে।
advertisement
3/7
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, "তোমাদের চৈতন্য হোক৷" এর পর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম হয় কান্দি দোহালিয়া রামকৃষ্ণ আশ্রম মন্দিরে।
advertisement
4/7
কল্পতরু উৎসব উপলক্ষে মায়ের মূর্তিকে সাজানো হয়েছে বিশেষ ভাবে। কাঁসর, ঘণ্টা, মন্ত্রপাঠে গমগম করছে মন্দির চত্বর। তিনদিন ধরে চলবে এই কল্পতরু উৎসব বলে জানা গিয়েছে ।
advertisement
5/7
জানা যায়, শ্রীরামকৃষ্ণদেব দুরারোগ্য গলার ক্যানসারে আক্রান্ত হন। তখন তাঁকে কাশীপুর উদ্যানবাটীতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল। সেই সময় ১ জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ।
advertisement
6/7
উদ্যানবাটীর এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাঁকে জিজ্ঞাসা করেন, ‘তোমার কী মনে হয়, আমি কে?’ জবাবে গিরিশ ঘোষ বলেন, ‘আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরমহংস। মানবকল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।’ জবাবে শ্রীরামকৃষ্ণ বলেন, ‘আমি আর কী বলব? তোমাদের চৈতন্য হোক।’
advertisement
7/7
তারপর রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে পড়েন। আর, তাঁর প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। পরবর্তীতে রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন, ওই স্পর্শে তাঁদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রামকৃষ্ণ দেবের শিষ্য রামচন্দ্র দত্ত দাবি করেছিলে, শ্রীরামকৃষ্ণ সেই দিন পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। রামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস। যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalpataru Utsav 2026: বছরের প্রথম দিন মনস্কামনা পূরণ! দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবে উপচে পড়া ভিড়! রামকৃষ্ণদেবের কল্পতরু লীলা শুনলে গায়ে কাঁটা দেবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল