TRENDING:

Kalna Tourism:আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে, বিদেশি পর্যটকদের ভিড় কালনায়

Last Updated:
নভেম্বরের প্রথম সপ্তাহেই বিদেশি পর্যটকদের দেখা মিলল পূর্ব বর্ধমানের কালনায়। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে দেখা গেল অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন ও কানাডা থেকে আসা একঝাঁক পর্যটক
advertisement
1/5
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে, বিদেশি পর্যটকদের ভিড় কালনায়
নভেম্বরের প্রথম সপ্তাহেই বিদেশি পর্যটকদের দেখা মিলল পূর্ব বর্ধমানের কালনায়। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে দেখা গেল অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন ও কানাডা থেকে আসা একঝাঁক পর্যটক। কালনায় এসে মুগ্ধ হয়ে যান তাঁরা। শহরের শান্ত পরিবেশ ও আধ্যাত্মিক আবহ ঘুরে দেখেন।
advertisement
2/5
পর্যটকরা প্রথমেই ঘুরে দেখেন কালনার ঐতিহ্যবাহী রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ির প্রাচীন স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ এবং টেরাকোটার শিল্প তাঁদের গভীরভাবে আকৃষ্ট করে। এরপর ঘুরে দেখেন ১০৮ শিবমন্দির, যা কালনার অন্যতম প্রধান আকর্ষণ। গাইড তাঁদের বিস্তারিতভাবে জানান মন্দিরগুলির ইতিহাস, নির্মাণশৈলী ও ধর্মীয় তাৎপর্য সম্পর্কে। বিদেশি পর্যটকরা বিস্মিত হয়ে যান টেরাকোটার সূক্ষ্ম শিল্প এবং স্থাপত্য রীতি দেখে।
advertisement
3/5
কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্ত নিজে উপস্থিত থেকে পর্যটকদের স্বাগত জানান। তিনি তাঁদের সঙ্গে কথা বলেন, শহরের ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন এবং পরবর্তীতে তাঁদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। সেই ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে কালনাবাসীর মধ্যে
advertisement
4/5
বিদেশি পর্যটকরা আসায় উচ্ছ্বসিত স্থানীয় ব্যবসায়ীরাও। তাঁদের মতে, শীতের শুরুতেই বিদেশি পর্যটকদের ভিড় কালনার পর্যটন শিল্পকে নতুন গতি দেবে। হোটেল, রেস্তোরাঁ, গাইড সার্ভিস, স্থানীয় হস্তশিল্প এবং পরিবহণ ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক দোকানদারের কথায়, বিদেশিরা স্থানীয় হ্যান্ডলুম শাড়ি-সহ 'লোকাল' জিনিসপত্রে আগ্রহী।
advertisement
5/5
পুরপ্রধান আনন্দ দত্ত বলেন, কালনা এখন আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে নিজের জায়গা তৈরি করছে। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্য বিদেশি পর্যটকদের আকৃষ্ট করছে। আমরা চাই, আগামী দিনে আরও বেশি মানুষ কালনায় আসুক, আমাদের ঐতিহ্যকে জানুক ও উপভোগ করুক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalna Tourism:আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে, বিদেশি পর্যটকদের ভিড় কালনায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল