TRENDING:

জমা জল-আবর্জনা থেকে রোগের প্রাদুর্ভাব! বাধ্য হয়ে কোদাল হাতে যা করলেন হাসপাতাল সুপার, হা করে দেখল সবাই

Last Updated:
Cleaning Drive: হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট হাতে তুলে নিলেন কোদাল-বেলচা। ড্রেন পরিষ্কার থেকে শুরু করে আশপাশের জঙ্গল সাফাই করলেন তাঁরা।
advertisement
1/4
একি দৃশ্য! কোদাল-বেলচা হাতে জঙ্গল সাফ করছেন হাসপাতাল সুপার!
<strong>পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী:</strong> 'আমার হাসপাতাল, আমার গর্ব, আমরা রাখি পরিচ্ছন্ন' এই বার্তাকেই সামনে রেখে শুক্রবার এক ভিন্ন দৃশ্যের সাক্ষী থাকল কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল। সাফাই অভিযান সপ্তাহ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই হাতে তুলে নিল পরিচ্ছন্নতার সরঞ্জাম।
advertisement
2/4
হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার স্বয়ং কোদাল-বেলচা হাতে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে আশপাশের জঙ্গল সাফাইয়ের কাজে অংশ নেন। তাঁদের সক্রিয় উপস্থিতিতে কর্মীদের মধ্যেও উৎসাহ ছড়িয়ে পড়ে। হাসপাতালের বহু কর্মীও এই বিশেষ অভিযানে যোগ দেন। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
3/4
অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, সপ্তাহব্যাপী সাফাই অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। হাসপাতালের বিভিন্ন প্রান্তে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। বিশেষ করে ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী) <span style="color: currentcolor;">স্থানীয়দের মতে, হাসপাতাল কর্তৃপক্ষের এই পদক্ষেপ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বাস্তবিক উদ্যোগ। সাধারণত দেখা যায় হাসপাতালের পরিবেশ অস্বচ্ছ থাকলে রোগী ও তাদের পরিজন সমস্যায় পড়েন। তাই হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই সাফাই অভিযানে এবার ঝাঁপিয়ে পড়লেন। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)</span>
advertisement
4/4
সব মিলিয়ে এই সক্রিয় ভূমিকা সাধারণ মানুষকেও পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে। হাসপাতাল পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে সচেতনতার এই বার্তা ছড়িয়ে পড়ছে চারিদিকে। স্থানীয়দের আশা, এভাবেই নিয়মিত উদ্যোগে কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল একদিন হয়ে উঠবে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত।  <span style="color: currentcolor;">(তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)</span>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
জমা জল-আবর্জনা থেকে রোগের প্রাদুর্ভাব! বাধ্য হয়ে কোদাল হাতে যা করলেন হাসপাতাল সুপার, হা করে দেখল সবাই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল