Kali Puja : রঘু ডাকাতের কালী থেকে তারা মা, বাংলার কালীক্ষেত্র হয়ে উঠছে 'এই' শহর! অন্যদের টেক্কা দিতে খাওয়া-ঘুম ভুলেছেন শিল্পীরা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Kali Puja 2025 : দুর্গাপুরের ট্রাঙ্ক রোড কুমোরটুলিতে দক্ষিণেশ্বর, তারাপিঠের মা কালীর আদলে প্রতিমা তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে রঘু ডাকাতের কালি, পদ্মাসনা কালী সহ কালীর নানান রুপ।
advertisement
1/6

অবশেষে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মৃৎশিল্পীরা। আকাশ পরিষ্কার হতেই কোমর বেঁধে লেগে পড়েছিলেন কালী মূর্তি গড়ার কাজে। বরাতও মিলেছে ভালই। তবে মাত্র ২ দিন পরেই ডেলিভারি দিতে হবে কালী প্রতিমাগুলি। তাই নাওয়া খাওয়া ভুলেছেন মৃৎশিল্পীরা। <strong>(ছবি ও তথ্য : দীপিকা সরকার)</strong>
advertisement
2/6
দুর্গাপুর শিল্পাঞ্চলে বিগ বাজেটের পুজোর পাশাপাশি ছোটবড় পুজোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই আগের থেকে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরির বরাতও মিলছে অনেক বেশি। দুর্গাপুরে বেশ কয়েকটি কুমোরটুলি মিলিয়ে মোট ১০০ টিরও অধিক প্রতিমা তৈরির কারখানা রয়েছে। সকল মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন চরমে।
advertisement
3/6
দুর্গাপুরের ট্রাঙ্ক রোড কুমোরটুলিতে দক্ষিণেশ্বর, তারাপিঠের মা কালীর আদলে প্রতিমা তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে রঘু ডাকাতের কালি, পদ্মাসনা কালী সহ কালীর নানান রুপ। একসঙ্গে হাজার খানেক কালী প্রতিমা গড়ে উঠছে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায়।
advertisement
4/6
নতুন প্রজন্মের মৃৎশিল্পের কাজে অনিহার কারণে প্রতিমা গড়তে বিপাকে পড়ছিলেন মৃৎশিল্পীরা। কিন্তু দুর্গাপুরে এবার একেবারেই উল্টো চিত্র ধরা পড়েছে।একাধিক নতুন যুবক আসছেন প্রতিমা তৈরির কাজ শিখতে। তাই দুর্গাপুজোর পর এবার কালী পুজোতেও একের পর এক চোখ ধাঁধানো প্রতিমা তৈরি করতে সক্ষম হচ্ছেন মৃৎশিল্পীরা।
advertisement
5/6
দুর্গাপুরে যেমন একাধিক বিগ বাজেটের দুর্গাপুজো হয় তেমনি কালী পুজোতেও থাকে চোখ ধাঁধানো থিমের মণ্ডপ। আর সেই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই কালী প্রতিমা গড়ছেন মৃৎশিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ততা শিল্পীদের।
advertisement
6/6
দুর্গাপুরের সুখ্যাত মৃৎশিল্পী অভিজিৎ পাল জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে এবার খানিকটা দেরি করেই শুরু হয়েছিল কালী প্রতিমা তৈরির কাজ। তাই অল্প সময়ের মধ্যেই তৈরি করতে হচ্ছে সমস্ত প্রতিমা। রাত দিন এক করে নাওয়া খাওয়া ভুলে কাজ করছি আমরা। কারণ দুদিন পরেই বড় প্রতিমাগুলি ডেলিভারি দিতে হবে। <strong>(ছবি ও তথ্য :দীপিকা সরকার)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja : রঘু ডাকাতের কালী থেকে তারা মা, বাংলার কালীক্ষেত্র হয়ে উঠছে 'এই' শহর! অন্যদের টেক্কা দিতে খাওয়া-ঘুম ভুলেছেন শিল্পীরা