TRENDING:

Kali Puja 2025 : গঙ্গার তাণ্ডবে গ্রামজুড়ে হাহাকার, ছাড় পায়নি শতবর্ষ প্রাচীন মন্দির! ভাঙা বেদিতেই আয়োজন কালীপুজোর

Last Updated:
Kali Puja 2025 : তলিয়ে গিয়েছে আস্ত কালী মন্দির। সামশেরগঞ্জে ভাঙনের জেরে মন্দিরের অস্তিত্ব আজ বিলীন। ধ্বংসস্তুপ সরিয়ে, থেকে যাওয়া বেদীতে প্যান্ডেল করেই কালী পুজোর আয়োজন।
advertisement
1/6
মন্দির গিলে খেয়েছে গঙ্গা, তবুও 'মা' আসবেন! ধ্বংসস্তূপ সরিয়ে ভাঙা বেদিতে হবে পুজো
মুর্শিদাবাদের এক জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙন। ভাঙনের গ্রাসে ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে একটি আস্ত কালী মন্দির। তবুও কালীপুজোর আয়োজনের প্রস্তুতি নিল ভাঙন কবলিত এলাকার দুর্গতরা। ১০০ বছরের প্রাচীন ছিল এই কালী মন্দির। কিন্তু এবছর আবার নতুন করে শুরু করা হল পুজোর প্রস্তুতি। <strong>(ছবি ও তথ্য - কৌশিক অধিকারী)</strong>
advertisement
2/6
সামশেরগঞ্জে ভাঙনের জেরে মন্দিরের অস্তিত্ব আজ বিলীন। তবুও ঐতিহ্য ধরে রাখতে চাইছেন স্থানীয় বাসিন্দারা। ধ্বংসস্তুপ সরিয়ে, থেকে যাওয়া বেদীতে বাঁশের প্যান্ডেল করেই কালী আরাধনার তোড়জোড় শুরু হয়েছে।
advertisement
3/6
উত্তর চাচন্ডের বাসিন্দারা নিজেদের উদ্যোগে কালী পুজোর পরম্পরা বাঁচিয়ে রাখতে মরিয়া। মন্দির তলিয়ে গেলেও ঐতিহ্য বজায় রেখে কালী পুজো হবে উত্তর চাচন্ডে।
advertisement
4/6
প্যান্ডেল করে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। সোমবার কালী পুজো। তার আগে রবিবার দেখা যায় স্থানীয়দের তৎপরতা। কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সামর্থ মতো কালী পুজো করবেন উত্তর চাচন্ডের বাসিন্দারা।
advertisement
5/6
স্থানীয় এক বাসিন্দা জানান, আগে দুর্গা পুজো হত, কালী পুজো হত। নদী তীরবর্তীতেই ছিল ১০০ বছরের প্রাচীন কালী মন্দির। কিন্তু ভাঙনের গ্রাসে সব শেষ। যতটুকু চিহ্ন আছে, সেখানেই কালী পুজো হবে।
advertisement
6/6
আগে ধুমধাম করে হলেও এবার কোনও রকমে নিয়ম রক্ষাই হবে। তবে মন ভাল নেই কারও। যে কোনও সময়ে ঘর বাড়ি তলিয়ে যেতে পারে নদীতে। তবুও ১০০ বছরের প্রাচীন কালীপুজোর জোর প্রস্তুতি শুরু করা হল গ্রামে। <strong>(ছবি ও তথ্য - কৌশিক অধিকারী)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : গঙ্গার তাণ্ডবে গ্রামজুড়ে হাহাকার, ছাড় পায়নি শতবর্ষ প্রাচীন মন্দির! ভাঙা বেদিতেই আয়োজন কালীপুজোর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল