TRENDING:

Kalbaishakhi Alert: ঝেঁপে আসছে বৃষ্টি...! ঘণ্টা দুয়েকেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় কালবৈশাখী সতর্কতা! লাল-কমলা-হলুদ অ্যালার্ট জেলায় জেলায়! কবে থামবে দুর্যোগ? জানিয়ে দিল আলিপুর

Last Updated:
Kalbaishakhi Alert: ফের নতুন করে আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের তিন জেলা, পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর।
advertisement
1/11
ঝেঁপে আসছে বৃষ্টি! ঘণ্টা দুয়েকেই ৩ জেলায় ঝড়জল সতর্কতা! কবে থামবে দুর্যোগ?
দফায় দফায় ঝড়-বৃষ্টি-কালবৈশাখীর তাণ্ডব বাংলার জেলায় জেলায়। দুপুরের পর থেকেই একের পর এক সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। লাল-কমলা-হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বাদ যায়নি কলকাতা।
advertisement
2/11
ফের নতুন করে আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের তিন জেলা, পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা।
advertisement
3/11
একইসঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে এই জেলাগুলি ও সংলগ্ন এলাকায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/11
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারের সন্ধ্যার আপডেটে জানিয়েছেন, পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা।
advertisement
5/11
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে এই অক্ষরেখা। এই দুই সিস্টেমের জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়ে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলা, বিহার ও ওড়িশায়।
advertisement
6/11
আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/11
শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কালবৈশাখীর সম্ভাবনা বেশি কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব, পশ্চিম বর্ধমান জেলাতে।
advertisement
8/11
বজবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা।
advertisement
9/11
শনি ও রবিবার উপকূলের জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে; বাড়বে তাপমাত্রা।
advertisement
10/11
উত্তরবঙ্গে মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়।
advertisement
11/11
উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalbaishakhi Alert: ঝেঁপে আসছে বৃষ্টি...! ঘণ্টা দুয়েকেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় কালবৈশাখী সতর্কতা! লাল-কমলা-হলুদ অ্যালার্ট জেলায় জেলায়! কবে থামবে দুর্যোগ? জানিয়ে দিল আলিপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল