Kalbaishakhi Alert: ধেয়ে আসছে তুমুল কালবৈশাখী, ভয়ঙ্কর বজ্রপাত...! ঘনাচ্ছে নিম্নচাপ, সক্রিয় অক্ষরেখা! কলকাতা-সহ কোন জেলায় কেমন আবহাওয়া? আলিপুরের লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Kalbaishakhi Alert: দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব-পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি।
advertisement
1/10

*বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা জেলায় জেলায়। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
2/10
*আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা নদিয়ায়। ৬০-৭০ কিমি গতিবেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইবে। কালবৈশাখীর পরিস্থিতি সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। ফাইল ছবি।
advertisement
3/10
*সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গ জুড়ে কমেছে তাপমাত্রার পারদ। কিছুটা রেহাই মিলেছে গরমের হাত থেকে। আজ সোমবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই। রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। ফাইল ছবি।
advertisement
4/10
*ঝড়-বৃষ্টির কারণে জেলায় জেলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ায় স্বস্তি বিরাজ করছে। তার মধ্যে হাওয়া অফিসের মেগা আপডেট। একদিকে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণবাত অন্যদিকে সক্রিয় অক্ষরেখা। ফলে সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
advertisement
5/10
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তারপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।
advertisement
6/10
*অন্যদিকে, উত্তর ভারত থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে সমতলে। আর তারই প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফাইল ছবি।
advertisement
7/10
*উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে পাওয়া যায়, ১৯ মে সোমবার থেকে শনিবার পর্যন্ত সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। ফাইল ছবি।
advertisement
8/10
*দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব-পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের মতো সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। এদিন জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি। ফাইল ছবি।
advertisement
9/10
*১৯ মে সোমবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা। সকালের দিকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। দিঘা-সহ জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। ফাইল ছবি।
advertisement
10/10
*এদিন দিঘা-সহ জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হওয়া। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalbaishakhi Alert: ধেয়ে আসছে তুমুল কালবৈশাখী, ভয়ঙ্কর বজ্রপাত...! ঘনাচ্ছে নিম্নচাপ, সক্রিয় অক্ষরেখা! কলকাতা-সহ কোন জেলায় কেমন আবহাওয়া? আলিপুরের লেটেস্ট আপডেট